ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়ীতে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

admin
December 24, 2019 6:23 pm
Link Copied!

মাহফুজার রহমান ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৫৮ জন অসহায় দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ব্র্যাকের আল্ট্রা-পুওর-গ্র্যাজুয়েশন প্রোগ্রাম (ইউপিজি) এর সার্বিক সহযোগিতায় বিদ্যাবাগীশ ও নাওডাঙ্গা গ্রাম সামাজিক শক্তি কমিটির অর্থায়নে মঙ্গলবার (২৪ ডিসেম্বর)  সকাল ১১টায় ফুলবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশিদ হারুনের ব্যাক্তিগত উদ্যোগে উপজেলার বিদ্যাবাগীশ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে কম্বল বিতরণ করা হয়।
এসময় ব্র্যাক  আল্ট্রা-পুওর-গ্র্যাজুয়েশন প্রোগাম (ইউপিজি) কুড়িগ্রামের আঞ্চলিক শাখা ব্যবস্থাপক নাবিউল ইসলাম, ফুলবাড়ী কুড়িগ্রাম শাখার ব্যবস্থাপক আব্দুল কাদের, প্রোগাম অর্গানাইজার মমিনুল ইসলাম ও নুরুজ্জামান সরকার, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য সুফিয়া বেগম, ইউপি সদস্য শাহআলম, বিদ্যাবাগীশ গ্রাম সামাজিক শক্তি কমিটির সভাপতি ও সাবেক ইউপি সদস্য ওয়াদুদ আলী, সাধারন সম্পাদক আজিজুল ইসলাম, কোষাধ্যক্ষ জিয়াউর রহমান মাষ্টার সাংবাদিক জাহাঙ্গীর আলম, নুরনবী মিয়াসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
http://www.anandalokfoundation.com/