ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে বিএনপির সদস্য সংগ্রহ কার্যক্রম

admin
July 10, 2017 9:58 pm
Link Copied!

ফরিদপুর প্রতিনিধিঃ  ফরিদপুর জেলায় বিএনপির সদস্য সংগ্রহ কার্যক্রম ব্যপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুরু।

আজ সোমবার বেলা ১১টায় ফরিদপুর শহরের ময়েজ মঞ্জিলে সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা বিএনপির সহসভাপতি জাফর হোসেন বিশ্বাস।

ফরিদপুর শহর বিএনপি আয়োজিত সদস্য সংগ্রহ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শহর বিএনপির সভাপতি রেজাউল ইসলাম রেজাউল, সাধারণ সম্পাদক মিরাজ হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এ কে এম কিবরিয়া স্বপন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, জেলা ছাত্রদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ প্রমুখ।

অনুষ্ঠানে জেলা বিএনপি, শহর বিএনপি, থানা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা তাদের সদস্য ফরম সংগ্রহ করেন। এ সময় দলটির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সদস্য সংগ্রহ কার্যক্রমে জেলার বিভিন্ন স্থান থেকে দলে দলে মিছিল নিয়ে যোগ দেন নেতাকর্মীরা।

http://www.anandalokfoundation.com/