ফরিদপুর জেলার কোতয়ালী থানা এলাকা হতে গাঁজাসহ রিপন মোল্যা (৩৭) নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র্যাব-৮। বৃহস্পতিবার বিকাল পৌনে ৩টার কোতয়ালী থানার কাচনাইল গ্রাম এলাকা থেকে তাকে আটক করে। আটককৃত রিপন, ওই গ্রামের মৃত জালাল মোল্যার ছেলে।
ফরিদপুর র্যাব-৮ জানায়, অত্র ক্যাম্পের একটি দল টহল ডিউটি করাকালীন ডিএডি মোহাঃ মকলেছুর রহমান এর নেতৃত্বে আজ বৃহস্পতিবার বিকালে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন কাচনাইল গ্রাম এলাকা হতে মাদক ব্যবসায়ী মোঃ রিপন মোল্লাকে আটক করেন। এ সময় তার হেফাজত হতে ১ কেজি ১২০ গ্রাম গাঁজা এবং মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১ টি সীমকার্ডসহ ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত মালামালসহ ধৃত আসামীকে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে কোতয়ালী থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।