13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে প্রতি কেজি কাঁচা চা-পাতার দাম ১৩.৫০ নির্ধারণ

Rai Kishori
July 1, 2020 5:26 pm
Link Copied!

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি :  পঞ্চগড়ে প্রতি কেজি কাঁচা চা-পাতার দাম ১৩.৫০ নির্ধারণ করা হয়েছে। জেলার কাঁচা চা-পাতার মূল্য নির্ধারণ কমিটির এক ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

কমিটির সভাপতি জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন বলেন, চা-বাগানের মালিক, ক্ষুদ্র চা-চাষি ও কারখানার মালিকপক্ষ তাদের দাবি তুলে ধরেন। সব দিক বিবেচনা করে প্রতি কেজি কাঁচা চা-পাতার দাম ১৩.৫০ টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে। সব পক্ষ সিদ্ধান্ত মেনে নিয়েছে।

একতরফা ভাবে কারখানা মালিকরা গত ২৫ জুন প্রতি কেজি কাঁচা চা-পাতার দাম ১২ টাকা নির্ধারণ করেন। যা আগে ছিল ১৪ টাকা।

এর পরিপেক্ষিতে ক্ষুব্ধ হয়ে বাগানমালিক ও ক্ষুদ্র চাষিরা রোববার সংবাদ সম্মেলন করে আন্দোলনে যাওয়ার ঘোষণা দিলে জেলা প্রশাসক সভা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দেয়। জেলা প্রশাসক জরুরী এক ভার্চুয়াল সভার আয়োজন করে সকল পক্ষের মতামতের প্রেক্ষিতে প্রতি কেজি কাঁচা চা-পাতার দাম ১৩.৫০ নির্ধারণ করেন।

http://www.anandalokfoundation.com/