বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরের খন্দকার টোলা উত্তর পাড়া গ্রামের বাক ও বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষনের ঘটনায় থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগীর মা।
এর প্রেক্ষিতে ১৬ আগস্ট রোববার রাতে লম্পট আব্দুল গফুর পুটু(৪৮) নামের এক শ্রমিক নেতাকে আটক করেছে পুলিশ ।
জানা যায়, উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের খন্দকারটোলা উত্তরপাড়া গ্রামের মৃত আলা উদ্দিন সরকারের বাক ও বুদ্ধি প্রতিবন্ধী মেয়ে গত ২৫ জুলাই বেলা ১১টার দিকে বাড়িতে একাই অবস্থান করছিলেন।
এসময় একই গ্রামের মৃত আব্দুর রশিদ সরকারের ছেলে শ্রমিক নেতা আব্দুল গফুর পুটু ওই বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবন্ধী নারীর ঘরে ঢুকে জোড় পূর্বক ওই নারীর মুখ চেপে তাকে ধর্ষণ করে। এরপর ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করা হয়। কিন্তু ঘটনাটি প্রকাশ হয়ে পড়লে এলাকায় তোলপাড় শুরু হয়।
পরবর্তীতে ঘটনাটি জানতে পেরে শেরপুর থানা পুলিশ তাকে ধরতে অভিযানে নামেন। ধর্ষিতার মা বাদী হয়ে শেরপুর থানায় গত ১৪ আগস্ট অভিযোগ দিলে পুলিশের এসআই আতিকুর রহমান গোপন সংবাদ পেয়ে খন্দকারটোলা এলাকায় অভিযান চালিয়ে ১৬ আগস্ট রোববার রাত ১০টায় তার বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।