13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

পূর্বশত্রুতার কারণে ব্যবসায়ীর নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

admin
October 6, 2015 6:20 pm
Link Copied!

শার্শা উপজেলা প্রতিনিধিঃ যশোরের শার্শা উপজেলায় বাগআঁচড়া বাজারে পূর্বশ্রুতার জের ধারে সন্ত্রাসীরা হামলা চালিয়ে সালাম নামে এক ব্যবসায়ীর বাড়ী ঘর ভাংচুর করে নগদ টাকা ও স্বর্ণ অলংকার লুটসহ ব্যবসায়ীর ৩ মাসের গর্ভবতী স্ত্রীকে হত্যা চেষ্টা চালিয়েছে। এ ঘটনায় থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা গেছে, উপজেলার কিসমত ইলিশপুর গ্রামের শেখ নরুল ইসলামের ছেলে শেখ আঃ সালামের সাথে একই গ্রামের মিরাজ আলীর সাথে জমাজমি নিয়ে গত ৬ মাস ধরে বিরোধ চলে আসছিলো । এরই সুত্র ধরে গত বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে সন্ত্রাসী তুহিন হোসেন (২৩), শেখ রায়হান হোসেন (২৫), শেখ ইমরান হোসেন (১৮), মিয়ারাজ আলী (৫০), শেখ সামাদ আলী (৪০), ও সামাদ আলী (৪৫), দলবদ্ধ হয়ে তার বাড়িতে প্রবেশ করে গালি গালাজ শুরু করে । এতে প্রতিবাদ করলে তারা ক্ষিপ্ত হয়ে আঃ সালামের স্ত্রী বিথী পারভীন (২৫) কে ধরে এলোপাতাড়ী ভাবে মারপিট করে মাটিতে ফেলে দিয়ে ৩ মাসের গর্ভবতী সন্তানকে হত্যার জন্য বুকের উপর পা দিয়ে পাড়াতে থাকে । পরে বিথী বেগমের আর্তচিৎকারে আঃ সালাম (৩০) ও ভাই জাকির হোসেন ঘটনা স্থানে এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাদেরকেও পিটিয়ে মারাক্তক জখম করে । গুরুত্ব জখম অবস্থায় বিথী বেগম (২৫) ও জাকির হোসেন (২৩) কে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। পরে জাকির হোসেনে ও বিথী বেগম উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয় । এর আগে সন্ত্রাসীরা শেখ আঃ সালামের বাড়ী ঘর ভাঙচুর করে শোকেচ থেকে ব্যবসায়ীক ২ লাখ’ ৮২ হাজার টাকা, ২ টি স্বর্ণের চেইন, ১ ভরি ওজনের ২ টি হাতের বালা লুট করে নেয় । এঘটনায় কলারোয়া থানায় ৭ জনকে আসামী করে একটি এজাহার দায়ের হয়েছে । সন্ত্রাসী বাহিনী বাগআঁচড়া বাজের ব্যবসায়ী আব্দুস সালামকে অস্ত্র দিয়ে পুলিশে ধরিয়ে দেওয়া হুমকি দিচ্ছে। প্রাণের ভয়ে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে পরিবার পরিজন নিয়ে পালিয়া বেড়াচ্ছে।

http://www.anandalokfoundation.com/