13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

পুরোহিত হত্যাকাণ্ডের প্রতিবাদে ঝিনাইদহে শান্তি সমাবেশে তিন মন্ত্রী

admin
June 15, 2016 6:28 am
Link Copied!

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহঃ ঝিনাইদহের পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলী হত্যাকাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার দুপুরে করাতিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

নলডাঙ্গা ইউনিয়ন ১৪ দলীয় জোটের আয়োজনে ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইরফান আলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু ও বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি ও সাবেক রাষ্ট্রদুত নীম চন্দ্র ভৌমিক, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্পাদক এ্যাডঃ এনামূল হক, ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুলআজীম আনার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ  পৌরসভা মেয়র আলহাজ্ব সাইদুল করিম মিন্টু প্রমুখ।

শান্তি সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য মন্ত্রী নাসিম বলেন, বিগত সময় (১৯৯৬) আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন দেশের দক্ষিন-পশ্চিম আঞ্চলে অভিযান চালিয়ে সন্ত্রাসীদের কঠোর হস্তে দমন করা হয়েছিল। সে সময় অনেক বড় বড় সন্ত্রাসী অস্ত্রসহ আত্মসমর্পন করেছিল এটা এ অঞ্চলের মানুষের জানা আছে। ঠিক তেমনিভাবে দেশের বিভিন্ন স্থানে পুরোহিত, সেবকসহ  সকল গুপ্ত হত্যারকা-ে যারা জড়িত আছে তাদের খুঁজে বের করে কঠোর হস্তে দমন করা হবে। তিনি আরো বলেন, পুলিশ, বিডিআর দিয়ে নয় এ এলাকার জনগনকে সাথে নিয়ে সন্ত্রাস দমন করেছিলাম। তেমনি পুরোহিত হত্যার বিচারও হবে। এজন্য হত্যাকারীদের খুঁজে বের করতে তিনি পুলিশ প্রশাসনকে নির্দেশ দেন।

তিনি খালেদা জিয়ার উদ্দেশ্যে বলেন, আপনাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ ৫ টি মন্ত্রণালয় দিতে চেয়েছিলাম। কিন্ত আপনারা নির্বাচনে আসেননি। বরং হরতাল,অবরোধ,মানুষ পুড়িয়ে দেশে নাশকতা সৃষ্টি করেছেন। কিন্তু আপনাদের কোন বাঁধাই কাজে আসেনি। সরকার জনগনের ভোটে নির্বাচিত হয়েছে। ২০১৯ সালের আগে আর কোন নির্বাচন হবে না। ২০১৯ সালেও এ সরকার আবারো ক্ষমতায় আসবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, সরকারকে উৎখাত করতে ধারাবাহিকভাবে চক্রান্ত করা হচ্ছে। এ চক্রান্তের অংশ হিসেবে সাম্প্রসাতিক কালের নতুন কৌশল হচেছ গুপ্ত হত্যা।

তিনি আরো বলেন, যারা সাধারণ মানুষের গায়ে হাত দিয়েছে, তাদের খুঁজে বের করে ধ্বংস করে দেয়া হবে। এছাড়া পুরোহিত, লেখক, সেবক হত্যাকারীদেরও কঠোর শাস্তি দেয়া হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানেন, কিভাবে ঠান্ডা মাথায় পরিস্থিতি মোকাবেলা করতে হয়। যেমনটা করেছেন আগুন সন্ত্রাসের বেলায়। তিনি শেখ হাসিনার নেতৃত্বের উপর জনগনকে আস্তা করতে বলেন।

অনুষ্ঠানে বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, কোন কারন ছাড়াই পুরোহিত আনন্দ গোপালকে হত্যা করায় ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেন। তিনি আরো বলেন, সেবক, খ্রীস্টান ধর্ম যাজক, ভিক্ষু, বিদেশী নাররিক, মাজারের খাদেমদের হত্যা করা হয়েছে। ধর্মের কথা বলে সেদিনকার জামায়াতে ইসলাম, আলবদর, রাজাকাররা  হত্যাযজ্ঞ চালিয়েছিল গোপনে ও প্রকাশে।

শান্তি সমাবেশ পূর্বে সরকারের তিন মন্ত্রী দুর্বৃত্তদের হাতে নিহত আনন্দ গোপাল গাঙ্গুলীর করাতিপাড়া গ্রামের বাড়িতে যান। এ সময় তিন মন্ত্রী নিহতের স্ত্রী শেফালী গাঙ্গুলী, দুই ছেলে অরুন ও সিন্ধু গাঙ্গুলীকে সমবেদনা জানান।

সমাবেশ শেষে অনুষ্ঠানে প্রধান অতিথি স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম বিকেলে ঝিনাইদহ সদর হাসপাতাল পরিদর্শন করেন এবং ২৫০ শয্যা হাসপাতালের কার্যাদেশ দেন।

http://www.anandalokfoundation.com/