পাইকগাছায় প্রায় ১ কেজি গাঁজা সহ সুশান্ত মন্ডল (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন
কোস্টগার্ড। বুধবার রাত ১১ টার দিকে শিববাটি ব্রীজের নিচে রাস্তার উপরে মাদক সরবরাহকালে নলিয়ান পশ্চিম
জোন কোস্ট গার্ডের অভিযানে গাঁজা সহ তাকে গ্রেফতার করা করে। সে পৌরসভার শিববাটির মনিন্দ্র মন্ডলের
ছেলে। এ ঘটনায় থানায় মাদক আইনে মামলা হয়েছে।
কোস্টগার্ড সুত্র জানায়, মটরসাইকেল পার্টস ব্যবসায়ী সুশান্ত মন্ডল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সরবরাহ করে
আসছেন। তার সাথে একটি মাদক চক্রের যোগাযোগ রয়েছে। বুধবার রাত ১১ টার দিকে শিববাটি ব্রীজের নিচে
সে মাদক বিক্রি করছিল এমন খবর পেয়ে কোস্টগার্ড গোপনে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে প্রায় ১ কেজি
গাঁজা সহ তাকে গ্রেফতার করে। এ ঘটনায় মাদক আইনে কোস্টগার্ডের পশ্চিম জোনের পেটি অফিসার রুহুল
আমিন বাদী হয়ে বৃহস্পতিবার থানায় মামলা করেছেন, যার নং-১৮। থানায় মামলার তথ্য দিয়ে ওসি মোঃ জিয়াউর
রহমান জানান, সুশান্তর বিরুদ্ধে মাদক সহ একাধিক মামলা রয়েছে। এছাড়া এ ঘটনার সাথে কাদের যোগসুত্র
রয়েছে সেটা খুঁজে বের করা হচ্ছে।