ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছায় নকল নবিস এসোসিয়েশন কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

admin
May 4, 2016 7:13 pm
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় বকেয়া বেতন ভাতা সহ চাকুরী স্থায়ী করণের দাবীতে অনির্দিষ্টকালের কর্ম বিরতি পালন করছে বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবিস) এসোসিয়েশনের কর্মচারীরা। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বুধবার প্রথমদিনের কর্মসূচী পালন করে উপজেলা সার্ব রেজিষ্ট্রার অফিসে কর্মরত এসোসিয়েশনের কর্মচারীরা।

কর্মবিরতি পালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের উপজেলা সভাপতি উদয় শংকর রায়, ইবাদুল ইসলাম, মিহির রায়, সিদ্ধার্থ, শফিকুল ইসলাম, নাজমিন নাহার, বিশ্বজিৎ মন্ডল, তন্ময় ব্যানার্জী, লুৎফুন্নেছা খানম, পার্থ মন্ডল, সোহেব বাবু, শংকর চক্রবর্তী, আব্দুল মজিদ ও আক্তার হোসেন। উল্লেখ্য উপজেলা সার্ব রেজিষ্ট্রার অফিসে ২১ জন কর্মচারী কর্মরত রয়েছে। গত ১০ মাসেরও অধিক সময় বেতন ভাতা বন্ধ থাকায় পরিবার-পরিজন নিয়ে মানবেতার জীবন-যাপন করছে কর্মরত কর্মচারীরা।

http://www.anandalokfoundation.com/