শাফী চৌধুরীঃ পপুলারের দেয়া ভুল রিপোর্টের মাশুল দিতে হল রোগীকে গৃহিনী আফিয়া বেগম । হটাত প্রচন্ড ব্যাথা অনুভব করেন পেটে । শ্বরনাপন্ন হন বিশেষজ্ঞ ডাক্তারের । ডাক্তার এডভাইস করেন আল্ট্রাসনোগ্রাফির ।
আল্ট্রাস্নোগ্রাফি করেন আরেক বিশেষজ্ঞ ।আল্ট্রাসনোগ্রাফির রিপোর্টের রেজাল্ট আসে রোগির পিত্ত্বতলিতে পাথর । অপারেশন করতে হবে অল্প সময়ের মধ্যে । অপারেশনে দেরি হলে রোগির মারাত্বক ক্ষতির আশংকার কথাও বলেন বিশেষজ্ঞ চিকিতসকেরা। তড়িগড়ি করে আফিয়া বেগমকে হস্পিটালাইজড করে বিশেষজ্ঞ সার্জনের মাধ্যমে করা হয় অপারেশন । কিন্তু পেট কেটে পিত্ত্বতলির মধ্যে অস্তিত্ব মেলেনি কোন পাথরের! অবাক কান্ড ! পিত্ত্বতলির পাথর গেল কোথায় যা ধরা পড়েছিল অত্যাধুনিক আল্ট্রাসনোগ্রাফিতে ! ডাকা হয় আরও কয়েকজন বিশেষজ্ঞ ডাক্তারকে। একটু দেরিতে হলেও ধরা পড়ে আল্ট্রাসনোগ্রাফি সেই রিপোর্ট ছিল ভুল।
সিলেট নগরীর মীরবক্সটুলার পপুলার ডায়াগনষ্টিক কমপ্লেক্স’র দেয়া ভুল রিপোর্টের উপর ভিত্তি করেই ঘটে যায় এমন অনাকাংখিত ঘটনা ।ডাক্তার না প্যাথলজির মেশিনের ভুলে এমন মাশুল দিতে হল আফিয়া বেগমকে তার উত্তর জানা যায়নি।
ঘটনাকে কেন্দ্র করে রোববার রাতে রোগীর স্বজন ও পপুলার ডায়াগনষ্টিক সেন্টার কর্তৃপক্ষের মধ্যে বাকবিতন্ডা দেখা দেয়। পরে কয়েকজন চিকিৎসক ও ডায়গনষ্টিক সেন্টারের কর্তৃপক্ষ রোগীর উত্তেজিত স্বজনদেরকে নিয়ে রোববার রাত ১০টায় আলোচনায় বসেন। সেসময় রোগীর স্বজনদেরকে ক্লিনিকের বিল ও ক্ষতিপূরণ দেয়ার আশ্বাসদেন পপুলার কর্তৃপক্ষ। তবে সোমবার দুপুরে সিলেট সমানী হাসপাতালে রোগীর স্বজনসহ কয়েকজন চিকিৎসক ও পপুলার ডায়াগনষ্টিক এর মধ্যে ত্রিপক্ষীয় আলোচনা হয়। এতে রোগীর পক্ষের লোকজনকে জানানো হয় কোন ক্ষতিপূরণ নয় শুধু ক্লিনিকের বিলে পরিশোধ করা হবে। তখন আলোচনা সভা থেকে ওঠে আসেন রোগীর স্বজনরা। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনা মিমাংসা করার জন্য পপুলার কর্তৃপক্ষ ও চিকিৎসকরা রোগীর স্বজদের সাথে রফাদফার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।
জানা যায়, সিলেটের ফেঞ্চুগঞ্জ কাজী বাড়ি গ্রামের ব্যবসায়ী কাজী সেবনের স্ত্রী কাজী আফিয়া বেগম (৪০) পেটে প্রচন্ড ব্যথ্যা অনুভব করলে তাকে নিয়ে শরানপন্ন হয়েছিলেন প্রফেসর ডাঃ ডিএ হাসান চৌধুরীর কাছে। ওই চিকিৎসকের পরামর্শ অনুযায়ি চলতি বছরের ২৬ আগস্ট দুপুরে রোগীর আলট্রাসনোগ্রাফি করা হয় মীরবক্সটুলা এলাকার পপুলার ডায়গনষ্টিক কমপ্লেক্সে। সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপতালের চিকিৎসক রেডিওলজি ও ইমাজিনজ ডিপার্টমেন্টের প্রফেসর এন্ড হেড ডাঃ মুজিবুর রহমান সাক্ষরিত ওই রিপোর্টে বলা হয়েছে রোগীর পিতে পাথর হয়েছে।
পপুলারের দেয়া ওই রিপোর্টের আইডি নং-০৭। পপুলারের দেয়া রিপোর্টের ভিত্তিতে গত রোববার দুপুর আড়াইটার দিকেসিলেট নগরীর মীরবক্সটুলা এলাকার ডেল্টা স্পেলাইজড হসপিটালে অপারেশন করেন ডাঃ কে.জেড আলম। অপারেশনের পর তিনি রোগীর স্বজনদেরকে জানান পিতে কোন ধরনের পাথর পাওয়া যায়নি। এরপর তিনি পিতে পাথর না পেয়ে ডাঃসায়েখ আজিজ চৌধুরী খবর দিয়ে ক্লিনিকে নিয়ে আসেন। পরবর্তীতে তিনিও জানান পিথে পাথর পাওয়া যায়নি। এমনকি পপুলারের দেয়া ওই রিপোর্ট ভুল। অপারেশনের সময় সহযোগী হিসেবে ছিলেন ডাঃ তওহিদ,ডাঃ মুজিব,ডাঃ মাহবুব।
রোগীর স্বজনরা জানান, অপারেশনের পর এনিয়ে চিকিৎসক ও পপুলার ডায়াগনষ্টিক কর্তৃপক্ষের মধ্যে কথা হয়।এঘটনা মিমাংসা করার জন্য রোববার রাতে পপুলার ডায়াগনষ্টিক কমপ্লেক্স এর কক্ষে আলোচন অনুষ্টিত হয়। এসময় রোগীর স্বজনরা দাবি করেন ক্লিনিকের বিল পরিশোধ ও ক্ষতিপূরণের টাকা রোগীকে দিতে হবে। সেসময় মিটিং এ উপস্থিত ছিলেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডাঃ মোর্শেদ আহমদ চৌধুরী, ডাঃ মুজিব,ডাঃ সায়েখ আজিজ,ডাঃ হাসান,ডাঃ নোমান এঘটনার মিমাংসা করতে তারাও ব্যর্থ হন। শেষ পর্যন্ত এই ঘটনার কি নিস্পত্ত্বি হয়েছে তা জানাযায়নি …।।