স্টাফ রিপোর্টারঃ দুই বিদেশী হত্যাকান্ডের পর পদ্মা সেতুর কাজে নিয়োজিত ১৯৭ বিদেশী নাগরিকদের জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।
মাদারীপুর ও শরীয়তপুর অংশে কর্মরত বিদেশীদের জন্য আইনশৃঙ্খলা বাহিনী টহল বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান আহমেদ। এছাড়াও প্রকল্প এলাকায় বাইরের সব যানবাহন চলাচলও বন্ধ করে দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। টহলের কারণে বিদেশী কর্মীরা স্বস্তি প্রকাশ করেছেন। তবে নদী শাসন এলাকায় পুলিশি টহল থাকলেও তাদের সদস্য সংখ্যা কম দেখা গেছে।