স্টাফ রিপোর্টারঃ ভূমি ব্যবস্থাপনা ও ভূমি মন্ত্রণালয় নিয়ে পত্রিকায় রিপোর্ট প্রকাশিত হওয়ায় বেজায় বিরক্ত ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ। তিনি ভূমি নিয়ে যেনতেনভাবে রিপোর্ট না করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে শিগগিরই ‘কৃষি জমি সুরক্ষা ও ভূমি ব্যবহার আইন’ প্রণয়ন করা হচ্ছে বলেও জানান মন্ত্রী। তবে, সুনির্দিষ্ট কোনো পত্রিকা বা প্রতিবেদনের কথা উল্লেখ না করেই এই অভিযোগ করেন ভূমিমন্ত্রী।
বুধবার ভূমি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন ভূমিমন্ত্রী শামসুর রহমান। বৈঠকে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, রেলমন্ত্রী মুজিবুল হক, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক সম্পর্কে ভূমিমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘কৃষি জমি সুরক্ষা ও ভূমি ব্যবহার আইন’ প্রণয়নের কাজ চলছে। ইতোমধ্যে একটি প্রাথমিক খসড়া দাঁড় করানো হয়েছে। পর্যায়ক্রমে এটি চুড়ান্ত করা হবে। এই আইনের খসড়া প্রণয়নে দীর্ঘসূত্রিতার কারণ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এটা ভূমি, এটা অন্যকিছু নয় যে, সকালবেলা একটা আইন করে দিলাম আর বিকাল বেলা আবার পরিবর্তন করা যাবে। সাইফুজ্জামান চৌধুরী বলেন, ‘আজকের (বুধবার) বৈঠকে মূলত ভূমি জোনিংয়ের (এলাকা নির্দিষ্টকরণ) বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আইন প্রণয়ণে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি জোনিংয়ের বিষয়টি শেষ করতে পারলে বেশির ভাগ কাজ এগিয়ে যাবে।’