এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারীতে দুই যুবক ও এক কিশোরীকে জেল হাজতে পাঠিয়েছে ভ্রাম্যমান আদালত।
পুলিশ সুত্রে জানা গেছে, ২৭ জানুয়ারী আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার আবু রাফা মোহাম্মদ আরিফ ভ্রাম্যমান আদালতে পঞ্চগড় জেলার বোদা উপজেলার সুন্দরপুখুরী গ্রামের মৃত: দছির উদ্দীনের পুত্র হাসিবুল ইসলাম (২৮),চৌধূরী পাড়া গ্রামের মোঃ নজিবুলইসলামের পুত্র মোঃ পিয়ারুল ইসলাম (২৬) ও জনৈক কিশোরীকে ২৯৪ (ক) ধারা মোতাবেক ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
উল্লেখ যে, গত ২৬ জানুয়ারি রাতে আটোয়ারীর আলোয়া খোয়া ইউনিয়নের বড়সিঙ্গীয়া নামকস্থানে মোটরসাইকেলে তাদেরকে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হলে আটক করে পুলিশকে খবর দেয়।
পুলিশ ওই দিন রাতেই ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে এবং ২৭ জানুয়ারি ভ্রাম্যমান আদালতে হাজির করে। ভ্রাম্যমান আদালত আটক কৃতদের ১৫ দিনের বিনাশ্রমকারাদণ্ড প্রদান করে জেল হাজতে পাঠিয়ে দেন।