13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে পুলিশের ওপেন হাউজ ডে পালিত

Rai Kishori
June 3, 2019 4:27 pm
Link Copied!

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: ‘পুলিশকে সহায়তা করুন পুলিশের সেবা গ্রহণ করুন ’এই স্লোগানকে সামনে রেখে নড়াইল সদর থানায় ওপেন হাউজ ডে সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৩ জুন) সকাল ১২টায় নড়াইল সদর থানা কর্তৃক আয়োজিত ওপেন হাউজ ডে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নড়াইলের পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন, পিপিএম (বার)। নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইলিয়াস হোসেন, পিপিএম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরফুদ্দীন।

সভায় অন্যান্যদের মধ্যে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ, থানার বিভিন্ন স্তরের পুলিশ সদস্য, নড়াইল পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, চৌকিদার, দফাদারসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথি পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার) সকলের মাঝে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, ইভটিজিং, দুর্নীতি, পারিবারিক অবক্ষয় ও সামাজিক অবক্ষয় সম্পর্কে বক্তব্য প্রদান করেন।

তিনি বলেন, সন্ত্রাস, জঙ্গি, মাদক, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে পুলিশের সেবা জনগণের দোরগোঁড়ায় পৌঁছে দেয়ার লক্ষে পুলিশ কাজ করে যাচ্ছে। পুলিশ জনগণের শক্র নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে। মাদকের সঙ্গে কোনও আপোষ নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, মাদক সেবনকারী ও মাদক ব্যাবসায়ীদের কোন দল নেই। তারা যে দলের বা যে গোষ্ঠির হউক না কেন তাদের ছাড় দেয়া হবেনা। মাদক ছেড়ে কেউ স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে তাকে সহযোগিতা করা হবে। মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বাল্যবিয়ে ও জঙ্গিবাদ থেকে দূরে থাকতে হবে। সবাই সচেতন হলেই দেশ থেকে মাদক, জঙ্গিবাদ ও বাল্যবিয়ে বন্ধ হয়ে যাবে। পরে আগত ব্যক্তিদের কাছ থেকে পুলিশ সুপার বিভিন্ন অভিযোগ সম্পর্কে অবগত হন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পরে সবাইকে ‘মাদককে না বলি’ শপথ বাক্য পাঠ করান পুলিশ সুপার।

http://www.anandalokfoundation.com/