নড়াইলের পল্লীতে স্বামীর সাথে অভিমান করে এক সন্তানের জননী আত্মহত্যা করেছে। নড়াইলের লোহাগড়া উপজেলার পাচুড়িয়া গ্ৰামের আলমগীর শরীফের বাড়িতে ভাড়াটিয়া স্বামী-স্ত্রী’র মধ্যে মনোমালিন্য হওয়ায় আনুমানিক দুপুর ২-৩০ মিনিটের সময় তাহেরা বেগম (২২) নামের ওই নারী বৈদ্যুতিক পাখার সাথে শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করে।
আত্মহত্যাকারী তাহেরা বেগম নড়াইলের কালিয়া উপজেলার চাঁদপুর গ্ৰামের আনিস শেখের মেয়ে। তাহেরা বেগমের শশুর বাড়ী খুলনার তেরখাদা উপজেলার বলক ধুনা গ্ৰামের।
নিহতের স্বজনদের সাথে কথা বলে জানা যায়,তাহেরা বেগম তার (১৭ মাসের) শিশু ছেলে ইসমাইল কে মারধর করায় ছেলের বাবা ক্ষুব্দ হয়ে স্ত্রী’র মুখে একটি থাপ্পড় মারে। এসময় স্ত্রী তাহেরা শিশু বাচ্চা ও স্বামীকে ঘরের বাইরে রেখে ঘরের দরজা দিয়ে বোরকা পরে বসে থাকেন এবং কিছু সময় পরে গলায় শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। এসময় স্বামীসহ ওই বাড়ির ৩-৪ জন ঘরের দরজা জানালা খুলার জোর চেষ্টা করে এবং আত্মহত্যা না করার জন্য সকলে মিলে তাহেরা বেগমকে অনুরোধ করেন।
অবশেষে দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকে তাহেরা বেগমকে ইলেকট্রিক পাখার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। দ্রুত বৈদ্যুতিক পাখার থেকে ঝুলন্ত তাহেরাকে নামিয়ে চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ঘটনা স্থানে এসে লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠান,এবং পোস্টমর্টেম রিপোর্ট এলে জানা যাবে প্রকৃত মৃত্যুর কারন।