বিশেষ প্রতিবেদকঃ জামিনে মুক্তি পেয়ে সংবাদিক প্রবীর সিকদার বলেছেন, ‘তাকে অন্যায় ভাবে গ্রেফতার করা হয়েছিল। তার মুক্তির মধ্য দিয়ে ন্যায়ের কাছে অন্যায়ের পরাজয় হয়েছে। অন্যায় যত বড়ই হোক এক সময় ন্যায়ের কাছে পরাজিত হতেই হবে। জামিনে মুক্তি পাওয়ার পর বুধবার দুপুর ২টায় ফরিদপুর কারাগার থেকে বের হন সাংবাদিক প্রবীর সিকদার। এর পর সেখান থেকে যান ফরিদপুর প্রেস ক্লাবে।
সেখানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রবীর সিকদার আরও বলেন, ‘ফরিদপুরের সাংবাদিকরা প্রকাশ্যে আমার পক্ষে ভূমিকা নিত না পারলেও গোপনে তারা অনেক বেশি করেছেন। এ জন্য আমি তাদের (সাংবাদিক) কাছে চির ঋণী। এ সময় তিনি ঢাকায় কর্মরত সকল সাংবাদিক, বিভিন্ন সংগঠন এবং তার পক্ষে অবস্থান নেওয়া সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
রাজধানী ঢাকার ইন্দিরা রোডের নিজ পত্রিকা কার্যালয় থেকে রবিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে জিজ্ঞাসাবাদের কথা বলে প্রবীর সিকদারকে ডিবি কার্যালয়ে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। এর পর সোমবার ভোরে সেখান থেকে তাকে ফরিদপুর থানায় নিয়ে যাওয়া হয়। সাংবাদিক প্রবীর সিকদারের বিরুদ্ধে রবিবার ফরিদপুর কোতয়ালী থানায় তথ্য ও প্রযুক্তি আইনে মামলা করেন পূজা উদযাপন পরিষদ জেলা শাখার উপদেষ্টা ও সহকারী পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট স্বপন কুমার পাল।
মঙ্গলবার এই মামলায় প্রবীর সিকদারকে ফরিদপুরের ১নং আমলী আদালতে হাজির করে পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করে। কিন্তু শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বুধবার সকালে রিমান্ড শেষে প্রথমে প্রবীর সিকদারকে নেওয়া হয় ফরিদপুর জেলা প্রশাসকের আদালতে। সেখান থেকে সকাল সাড়ে ১১টার দিকে তাকে ১নং আমলী আদালতের বিচারক মো. হামিদুল ইসলামের আদালতে হাজির করা হয়। প্রবীর সিকদারের পক্ষে তার আইনজীবী আলী আশরাফ নান্নু জামিন প্রার্থনা করলে আদালত তাকে জামিন দেন।
জামিনের আদেশ পাওয়ার পরই প্রবীর সিকদারকে জেলহাজতে পাঠানো হলে সর্বশেষ আইনী কার্যক্রম শেষে বেলা ২টার দিকে মুক্ত হন তিনি। জেল থেকে মুক্ত হয়ে সাংবাদিক প্রবীর সিকদার সাংবাদিকদের দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, ‘আমার মুক্তির মধ্য দিয়ে ফরিদপুরের সাংবাদিক ভাইয়েরা আতঙ্কের মধ্যে ছিল। আমার মুক্তির মধ্যদিয়ে তারা সে আতঙ্ক থেকে মুক্ত হয়েছে। সেখান থেকে প্রবীর সিকদার যান ফরিদপুর প্রেস ক্লাবে। সেখানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় তার স্ত্রী অনিতা সিকদার উপস্থিত ছিলেন।
প্রবীর সিকদারের স্ত্রী বলেন, ‘আমার অসুস্থ স্বামীর জামিন হয়েছে, এতেই আমি খুশি। আমার কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। আমি সকলের কাছে তার জন্য দোয়া চাই। সকলের সহযোগিতা চাই। প্রবীর সিকদারের আইনজীবী এ্যাডভোকেট আলী আশরাফ নান্নু বলেন, ‘পুলিশ বুধবার সকালে তাকে (প্রবীর সিকদার) আদালতে হাজির করে। এ সময় আমরা তার শারীরিক অসুস্থতার কথা আদলতকে জানিয়ে জামিনের জন্য আবেদন করি। শুনানি শেষে বিচারক পাঁচ হাজার টাকার বোল বেল্ডে তাকে জামিন প্রদান করেন। আমরা এ রায়ে সন্তুষ্ট প্রকাশ করেছি।
মামলার বাদী এ্যাডভোকেট স্বপন কুমার পাল বলেন, ‘মঙ্গলবার প্রবীর সিকদারের স্ত্রী আমার কাছে দুঃখ প্রকাশ করে তার স্বামীর জামিনের জন্য অনুরোধ করেন। তিনি (প্রবীর সিকদারের স্ত্রী) মন্ত্রী (খন্দকার মোশাররফ হোসেন) নিকটও মোবাইলে দুঃখ প্রকাশ করে তার স্বামীর জন্য জামিনের সহযোগিতা চান। মন্ত্রী মহাদয় আমাকে তার জামিনের জন্য সহযোগিতা করার জন্য বলেন। আজ কোটে আমি এবং অন্যান্য আইনজীবীরা তার জামিনের বিরোধীতা না করলে আদালত তাকে জামিন প্রদান করেন। ফরিদপুর প্রেস ক্লাবে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে প্রবীর সিকদার থানায় যান। সেখান থেকে তার দুইটি মোবাইল ফোন সংগ্রহ করে চলে যান নিজ বাড়ি কানাইপুর। সেখান থেকে ঢাকায় যাওয়ার কথা রয়েছে। জেল গেটে প্রবীর সিকদারকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয় হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ফরিদপুর জেলা কমেটির সাধারণ সম্পাদক আলোক সাহা।