ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নাটোর সদর হাসপালাতের রোগীদের জন্য চেয়ার-ফ্যান দিলো নাটোর সমিতি

admin
August 17, 2015 4:14 pm
Link Copied!

নাটোর প্রতিনিধিঃ নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের জন্য ঢাকাস্থ নাটোর সমিতির পক্ষ থেকে চেয়ার ও ফ্যান হস্তান্তর করা হয়েছে।

সোমবার হাসপাতাল চত্বরে এ উপলক্ষ্যে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রাণ আরএফএল এর পক্ষ নাটোর সমিতির মাধ্যমে ১৫টি প্লাষ্টিক চেয়ার, চারটি ফ্যান ও একশ’টি মারকার পেন নাটোরের সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ ফেরদৌস নিলুফারের কাছে হস্তান্তর করা হয়। এর আগে নাটোর সমিতি আয়োজিত চক্ষু শিবিরের প্রায় দেড়শ’ রোগীর চোখ সফলভাবে অপারেশন করে চশমা সহ প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করায় সমিতির পক্ষ থেকে এই হাসপাতালের চক্ষু সার্জন ডাঃ মঈনুল হককে একটি সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। নাটোর সমিতির পক্ষে আজীবন সদস্য মোঃ মাহফুজ আলম মুনী এসব সামগ্রী হস্তান্তর করেন। এসময় জানানো হয় খুব শীঘ্রই রোগীদের জন্য আরো ১৫টি চেয়ার দেয়া হবে।

এই হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাসপাতালের আরএমও ডাঃ আবুল কালাম আজাদ, আরএমও ডাঃ আর কে সাহা, মেডিকেল অফিসার ডাঃ মোঃ বেলাল হোসেন, চক্ষু সার্জন ডাঃ মঈনুল হক, সাংবাদিক মোঃ আব্দুর রাজ্জাক ও মোঃ মাসুদ রানা।

http://www.anandalokfoundation.com/