নাটোরের লালপুরে সোমবার গভীর রাতে আব্দুস সালাম নামের এক মুদি দোকানীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। উপজেলার কদমচিলান চৌষডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আব্দুস সালামের দোকান থেকে বাকীতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতেন প্রতিবেশী সাহেব আলী। দোকানী আব্দুস সালামের কাছে সাহেব আলীর দুইশ টাকা বকেয়া জমেছিল। বকেয়া টাকার দাবী করলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জেড়ে ক্ষিপ্ত হয়ে সাহেব আলী গভীররাতে দোকানী আব্দুস সালামকে ডাকাডাকি করতে থাকে।
কিন্তু দোকানী বাহিরে বেরিয়ে না আসায় সাহেব আলী পেট্রোল ঢেলে ঘরে আগুন জ্বালিয়ে দিলে আব্দুস সালাম বাহিরে বেরিয়ে আসে। এসময় সাহেব আলী ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে পালানোর সময় এলাকাবাসী সাহেব আলীকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেন। নিহত আব্দুস সালাম (৪৫) চৌষডাঙ্গা এলাকার ইয়াজুদ্দিনের ছেলে এবং সাহেব আলী(২৭) একই এলাকার আব্দুল মজিদের ছেলে।