নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নেরর সুজাপুর গ্রামের শ্মশানঘাট মন্দিরের কলাপসিবল গেইটের তালা ভেঙ্গে কে বা কারা গত শুক্রবার দিবাগত গভীর রাতে মন্দিরের ঢুকে রক্ষিত কালীমুতি ভাংচুর করে নগদ টাকার প্রনামীবক্স চুরি করে ধর্মীয় অনুভুতিতে আগাত করার ৭দিন অতিবিাহিত হলেও পুলিশ ঘটনার সাতে জড়িতদের খুজে বের করতে পারেনি। যার ফলে ঐ গ্রামের হিন্দু জনসাধারনের মাঝে দেখা দিয়েছে নানা প্রশ্ন।
ঘটনার পরদিন গত শনিবার বিকালে মন্দির পরিচালনা কমিটির সাধারন সম্পাদক নৃপেন্দ্র পাল বাদী হয়ে অভিযোগ দায়ের করলেও পেয়ে ঘঁনাস্থল পরিদর্শন করেন নবীগঞ্জ উপজেরা পরিষদের চেয়ারম্যান এডবোকেট আলমগীর চৌধুরী, নবীগঞ্জ বাহুবল সার্কেলের এ এসপি পারভেজ আহমদ চৌধুরী, নবীগঞ্জ উপজেলা আওয়মীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী জেলা পরিষদ সদস্য এডবোকেট সুলতান মাহমুদ,পৌরসভার প্যানেল মেয়র আওয়ামীলীগ নেতা এটি এম সালাম, উপজেলা হিন্দু বৌদ্ধ খিষ্টান ঐক্য পরিষদের সভপতি নারায়ন রায়, কালীপদ ভট্টাচার্য্য, সাধারন সম্পাদক সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল, ইউপি চেয়ারম্যান আবু সিদ্দিক, ওসি অপারেশন নুরুল ইসলাম, নবীগঞ্জ থানার এস আই পলাশ চন্দ্র দাশসহ অন্যান্য নের্তৃবৃন্দ পরিদর্শন করেন।
এ সময় মন্দির কমিটির নের্তৃবৃন্দ ও অন্যান্য নের্তৃবৃন্দ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন,সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সরকারের ভাবমুর্তি নষ্ট করার জন্য একটি কুচক্রীমহল পরিকল্পিতভাবে মন্দিরের মুর্তি ভাংচুর করে ধর্মীয় অনুভুতিতে আঘাতসহ এই জঘন্যতম কাজ করেছে। তাই ঘটনার সাথে জড়িতদের খুজে বের করে আইনের আওতায় এতে দৃষ্টান মুলক শাস্তি দেওয়ার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানাচ্ছি।
ঘটনা সরজমিনে পরিদর্শনকালে নবীগঞ্জ-বাহুবল সার্কেলের এ এসপি পারভেজ আহমদ চৌধুরী জানান, অভিযোগ করলে ঘটনার সাথে জড়িতের গ্রেপ্তার করে বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কিন্তু ঘটনার ৭ দনি অতিবাহিত হলেও জড়িত সন্দেহে কেউ গেস্খপ্তার না হওয়ায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।