ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ধামইরহাটে নৌকার প্রার্থী নাজমুল চান খেলনা ইউনিয়নবাসী

নিউজ ডেস্ক
December 17, 2021 7:09 pm
Link Copied!

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ডামাডোল বেজে উঠেছে প্রতিটি গ্রামে গ্রামে। আগামী ২৬ ডিসেম্বর ইউপি নির্বাচনকে সামনে রেখে ৮নং খেলনা ইউনিয়ন আওয়ামীর্লীগের ডাকে নৌকা প্রতীকের প্রার্থী নাজমুল হোসেনকে বিজয়ী করতে এক পথ সভার আয়োজন করা হয়েছে।

খেলনা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মজিবর রহমানের সভাপতিত্বে ১৭ ডিসেম্বর বিকেল সাড়ে ৪ টায় খেলনা উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে পথসভাটি জনসভায় রুপান্তরিত হয়।

জনসভায় আওয়ামীলীগ দলীয় প্রার্থী নাজমুল হোসেনের বাবা ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. দেলদার হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ইউনিয়ন আওয়ামীলীগের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী, পতœীতলা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সামসুল হক, নজিপুর পৌর আওয়ামীলীগের সভাপতি মিল্টন উদ্দিন, পতœীতলা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাতিজাতুল কোবরা মুক্তা, খেলনা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মিঠুন দাস, আদিবাসী নেতা নারায়ন হাসদা প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত কর্মী-সমর্থকবৃন্দ চেয়ারম্যান হিসেবে নাজমুল হোসেনকে বিজয়ী করে প্রচারনার মাঠ থেকে ঘরে ফেরার ধৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন।

http://www.anandalokfoundation.com/