13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কিশোরীকে ধর্ষণের পরে হত্যা, ধর্ষকদের রক্ষায় সেক‍্যুলার বুদ্ধিজীবী

Brinda Chowdhury
January 10, 2020 1:12 pm
Link Copied!

দেবাশীষ মুখার্জী(কুটনৈতিক প্রতিবেদক) : পশ্চিম বঙ্গের উত্তর দিনাজপুর জেলার কুমারগঞ্জের সাফানগর ও অশোকগ্রামের মাঝামাঝি একটি ফাঁকা মাঠের কার্লভাটের নিচে, প্রমীলা বর্মণ নামের ১৬ বছরের একটি কিশোরীকে – মেহবুব নামের এক উগ্রবাদী, তার স্বধর্মী দুই সহযোগীকে নিয়ে গণধর্ষণ করে, কুপিয়ে হত্যা করে, মটরবাইকের পেট্রোল ঢেলে মেয়েটির দেহ জ্বালিয়ে দেয়। মেয়েটির দগ্ধ দেহাবশেষ শিয়াল-কুকুরে খুবলে খেয়েছে। ধর্ষিতার হতোদরিদ্রা মাতার বুকফাটা আর্তচিৎকারে পুরো গ্রাম যখন শোকে মুহ‍্যমান, তখন ধর্ষক মেহবুবরা সদর্পে হুমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের ভয় কিসের ! মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তাদের কেশাগ্র স্পর্শ করতে সাহস পায় না। অমর্ত্য সেন,অরুন্ধতী রায়,অপর্ণা সেনদের মতো অগনিত সেক‍্যুলার বুদ্ধিজীবী তাদের পকেটে। মেহমুবদের গ্রেফতার করলে, ঐ সব সেক‍্যুলার বুদ্ধিজীবী বিশ্বব‍্যাপী তোলপাড় সৃষ্টি করবেন। ক্ষমতাসীন তৃণমূলের নেতারা টাকার তোড়া নিয়ে ছুটে যাবে মেহবুবদের বাড়িতে। দেশব্যাপী ঝড় উঠবে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা হচ্ছে।

পশ্চিম বঙ্গের বহুল প্রচারিত বাংলা পত্রিকাটি, একজন শিক্ষকের কারণে, পূর্বোক্ত ঘটনা অবশেষে আজ প্রকাশ করেছে ; তাও ধর্ষকদের নাম বাদ দিয়ে। যদি ধর্ষকদের কেউ হিন্দু হতো, তাহলে অন‍্যদের নাম বাদ দিয়ে-ঐ হিন্দু নামটিকে হাইলাইট করে, সংবাদের পর সংবাদ প্রতিদিন শিরোনামে ঠাঁই দিত। সংবাদটি ছাপানোর জন্য, দিনের পর দিন কাউকে পত্রিকাটির হাত-পা ধরতে হতো না। ধর্ষিতা যদি হিন্দু না হয়ে, ভিন্নধর্মাবলম্বী হতো ― তাহলে হয়তো নোবেল সেনদের নেতৃত্বে কোলকাতার তাবৎ বর্ণহিন্দু বুদ্ধিজীবী, এতক্ষণে ত্রিশূলের মাথায় কনডম লাগিয়ে, অতীতের মতো দুর্বার আন্দোলনে নেমে পড়তো। কবির সুমনরা যেভাবে গান গায়, ‘গেরুয়াবসন পরিহিত হিন্দু মুক্ত করো ভারত’ – সেই গানের কয়েকটি শব্দ হয়তো পরিবর্তিত হতো।
ভারতে হিন্দুদের সাধারণত একটি অথবা দুটি করে বাচ্চা। তাও তারা কন্যা পছন্দ করে না। এজন্য হিন্দুরা মাতৃগর্ভে কোটি কোটি কন‍্যাশিশু-ভ্রূণ হত্যা করছে। যার ফলে হিন্দু নারীর সংখ্যা দিনকে দিন কমে যাচ্ছে। হিন্দু নারী কমে যাওয়া মানেই হচ্ছে, হিন্দু-শিশু জন্মহার কমে যাওয়া। প্রতিবেশী সম্প্রদায়ের ডজন ডজন করে বাচ্চা। কাজেই ভারতে হিন্দু জনসংখ্যা হার দ্রুত কমছে। প্রতিবেশী সম্প্রদায়ের আর ত্বর সইছে না ; তারা রাতারাতি জনবিন‍্যাস পাল্টে দিয়ে, ভারতকে হিন্দু-সংখ্যালঘু রাষ্ট্রে পরিনত করতে চায়। এজন্য তারা হিন্দু নারীদের বিভিন্ন ভাবে টার্গেট করছে। এরা ‘যত মত তত পথ’,’ধর্মনিরপেক্ষতা’ কিংবা ‘সর্বধর্ম সমন্বয়’- প্রভৃতি মুখরোচক শব্দে বিভ্রান্তি সৃষ্টি করে, হিন্দু পরিবারগুলোতে ঢুকে, সুযোগ বুঝে সাচ্চা ধর্ম যোদ্ধায় পরিনত হয়ে – হিন্দু মেয়েদের খতম করে দিচ্ছে।
http://www.anandalokfoundation.com/