14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

দ্বিতীয় দিনের বৃষ্টিতে নাকাল রাজধানীবাসী

admin
September 2, 2015 8:36 pm
Link Copied!

স্টাফ রিপোর্টারঃ টানা দুই দিনের অবিরাম বর্ষণে ভেসে গেছে রাজধানীর বিভিন্ন সড়ক। এতে বুধবার সকালে অফিসগামী মানুষ চরম দুর্ভোগে পড়েন। ভোরে বৃষ্টি শুরু হয়। টানা বৃষ্টিতে তলিয়ে যায় মধ্য শান্তিবাগ, মৌচাক, শুক্রাবাদ, গ্রিন রোড, ইন্দিরা রোড, পরীবাগ, বাংলামোটর, কারওয়ানবাজার, গার্ডেন রোড, খিলগাঁও, বাসাবোসহ অনেক এলাকা। সড়কে পানি জমে যাওয়ায় নগরজুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট। এতে অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েন।

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল এ্যান্ড কলেজের দশম শ্রেণীর ছাত্রী ফারিয়া বিনতে শারমিন জানায়, ‘দুনিয়ার ময়লা ডিঙ্গিয়ে স্কুলে যাচ্ছি। এখন এই ময়লা কাপড় নিয়ে ক্লাস করতে হবে। বৃষ্টিতে গতকালও কষ্ট হয়েছে। আচ্ছা ভাই, আপনি কি বলতে পারেন পানি নামছে না কেন? আবার এই পানি যদি পরিষ্কার হতো তাহলে নদীর ফিলিংস পাওয়া যেত! খুবই মজা হতো।

বলাকা বাস সার্ভিসের ড্রাইভার মফিজুর রহমান বলেন, ‘গাজীপুর থেকে মৌচাক আসতে ৫ ঘণ্টা লাগছে। অন্য সময় তিন ঘণ্টায় আসা যায়। ফ্লাইওভার বানাইতেছে, সেটাই আরও গ্যাঞ্জাম করতাছে। উল্টো ভোগান্তি হচ্ছে। পানি নামানোর ব্যবস্থা নাই আবার ফ্লাইওভার করতেছে। মতিঝিলে ফুটপাতের ব্যবসায়ী বিমল কুমার বলেন, দুই দিন ধরে ঠিকমতো দোকান খুলতে পারছি না। কিন্তু দোকান দেওয়ার জন্য চান্দা ঠিকই দিয়ে যাচ্ছি। সবাই এতবড় কথা বলে কিন্তু কামের বেলায় ঠন ঠন।

এদিকে সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, রংপুর, ঢাকা, বরিশাল, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ এবং দেশের অন্যত্র মাঝারী ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

http://www.anandalokfoundation.com/