আবু নাসের, ফরিদপুর ব্যুরো: রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানার দৌলতদিয়া যৌনপল্লী থেকে গাঁজাসহ শামীম ঠাকুর (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ফরিদপুর র্যাব-৮।
ফরিদপুর র্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, র্যাব-৮, সিপিসি-২, ক্যাম্পের একটি দল টহল ডিউটি করাকালীন ডিএডি মোঃ আবুল বাশার এর নেতৃত্বে সোমবার (২৪ জানুয়ারী) রাত সাড়ে ১১ টার দিকে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন দৌলতদিয়া যৌন পল্লীর ১ নং গেটের সামনে হতে মোঃ শামীন ঠাকুর(২৬), পিতা-মৃত শাহজামাল ঠাকুর, সাং- ফিলিপনগর, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াকে আটক করেন। এ সময় তার হেফাজত হতে ১ কেজি ৩শ’ গ্রাম গাঁজা, মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজের ব্যবহৃত ১টি সীমকার্ডসহ ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
উদ্ধারকৃত মালামালসহ ধৃত আসামীকে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে গোয়ালন্দঘাট থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।