স্কুলের ক্রিড়া প্রতিযোগিতায় বাবা মা জুতো কিনে দিতে না পারায় পায়ে টেপ পেঁচিয়ে দৌড় প্রতিযোগিতায় তিনটি সোনার মেডেল জয় পাহাড়ি মেয়ে রেহা বালোসের।
আন্তঃস্কুল ক্রিড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে ১১ বছরের ছোট্ট পাহাড়ি মেয়ে রেহা বালোস বাবা মাকে একটি জুতো কিনে দিতে বলে। কিন্তু বাবা মা সেটি কিনে দিতে পারেনি । কিন্তু এই লড়াকু মেয়ে থেমে থাকার পাত্র নয়। বাকি প্রতিযোগিরা যখন দামি জুতো পড়ে মাঠে নামে তখন রেহা পায়ে টেপ পেঁচিয়ে তার ওপর Nike ✓ লিখে মাঠে নামে এবং সবাইকে অবাক করে ৪০০, ৮০০ ও ১৫০০ মিটার দৌড় প্রতিযোগিতায় তিনটি সোনার মেডেল জয় করে।