14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

দেশ বদলাই, বিশ্ব বদলাই-গ্রিসে উদযাপিত হলো তারুণ্য উৎসব ২০২৫

পিআইডি
January 29, 2025 6:39 am
Link Copied!

গত ২৬ জানুয়ারি ২০২৫ তারিখে গ্রিসে প্রবাসী বাংলাদেশি তরুণ-তরুণীদের অংশগ্রহণে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো তারুণ্য উৎসব ২০২৫। ‘Let’s Change the Country, Let’s Change the World’  ‘দেশ বদলাই, বিশ্ব বদলাই’ শিরোনামের এই অনুষ্ঠানটি প্রজন্মের ভাবনা, মতামত ও অভিজ্ঞতা বিনিময়ের এক মঞ্চ হিসেবে কাজ করেছে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত পাঠ করা হয়। এরপর মহান মুক্তিযুদ্ধে শহিদ এবং জুলাই-আগস্ট ২০২৪-এ ছাত্র-জনতা নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে তারুণ্যের শক্তি ও উদ্ভাবনী ক্ষমতার ওপর। তিনি উল্লেখ করেন, জুলাই অভ্যুত্থান ২০২৪-এর মাধ্যমে তরুণ প্রজন্ম দেশের স্বৈরাচার থেকে মুক্তি এনে সাম্য ও টেকসই অগ্রগতির ভিত্তি স্থাপন করেছে। তরুণদের এই সংগ্রামী চেতনা ও উদ্যোগকে আরও জাগ্রত করতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে ৭ জন তরুণ-তরুণী বাংলাদেশের বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে তাদের চিন্তা ও পরিকল্পনা তুলে ধরেন। অংশগ্রহণকারী নুসরাত জাহান স্নেহা ও মালিহা রহমান  জুলাই-আগস্ট ২০২৪ অভ্যুত্থানের প্রেক্ষাপট এবং এর সাথে ১৯৫২-এর ভাষা আন্দোলন ও ১৯৭১-এর মুক্তিযুদ্ধের গৌরময় অধ্যায়ের তুলনা করেন। তারা বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও নৈরাজ্যমুক্ত একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

ফাইজা মকলেছুর তিনি জেনারেশন-Z-এর ভূমিকা তুলে ধরে বলেন, তরুণরা শিক্ষা, উদ্ভাবন, পরিবেশ সচেতনতা এবং সামাজিক উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে পারে। প্রযুক্তির মাধ্যমে শিক্ষা সম্প্রসারণ, পরিবেশ রক্ষার সচেতনতা বৃদ্ধি এবং বাংলাদেশের ঐতিহ্যকে বিশ্বমঞ্চে তুলে ধরতে তরুণ প্রজন্মই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

http://www.anandalokfoundation.com/