শেখ মামুনুর রশিদ, রংপুর প্রতিনিধি : রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দিন আহম্মেদ ঝন্টু বলেছেন, নাগরিক কমিটি আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করেছেন তার একটিও যদি প্রমান করতে পারেন তাহলে আমি সেচ্ছায় মেয়র পদ থেকে পদত্যাগ করবো।
রংপুর সিটি করপোরেশনের বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে সোমবার দুপুরে রসিক অডিটরিয়ামে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে পদত্যাগ করার ঘোষনা দেন রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দিন আহম্মেদ ঝন্টু । সম্মেলনে রসিক কাউন্সিলরবৃন্দসহ সচিব, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও জনসংযোগ কর্মকর্তা উপস্থিত ছিলেন। মেয়র বলেন, রংপুর সিটি করপোরেশন এলাকায় আগের কিছু ইউনিয়ন রয়েছে। এসব এলাকার সড়ক, ড্রেন ও কালভার্ট সংস্কারসহ অনেকগুলো তৈরির কাজ হাতে নেয়া হয়েছে। নগরীর বর্জ্য পরিষ্কার করতে রসিক কর্মচারীদের বেগ পেতে হয়। তাছাড়া জাইকার একটি প্রকল্প চালুর অপেক্ষায় রয়েছে। এটি শুরু হলে নগরী আরও পরিষ্কার করা হবে।
রসিক কার্যালয়ে কোন অর্থ লেনদেনের মাধ্যমে কর্মকর্তা অথবা কর্মচারী নিয়োগ দেয়া হয়নি। সম্প্রতি একটি মহল রসিকের উন্নয়ন বাধাগ্রস্ত করতে উঠে পড়ে লেগেছে। তাদেরই হোল্ডিং ট্যাক্স বাকি রয়েছে। ঝন্টু বলেন, রসিকে ক্ষমতা নেয়ার পর থেকে কোন হোল্ডিং ট্যাক্স বাড়ানো হয়নি। শ্যামাসুন্দরী ক্যানেল আমার আমলের কোন কার্যক্রম নয়। এটি আমার আগের মেয়রের আমলের। রসিকে এখনও জনবল সংকট রয়েছে। একনেক ও বিশ্ব ব্যাংকের টাকা পাওয়া গেলে উন্নয়ন আরও দ্রুত গতিতে চলবে। রসিকে যেসব ফরম বিতরণ করা হয় সেসব তাদের প্রয়োজনে দেয়া হয়। এসবের জন্য নামমাত্র মূল্য নির্ধারণ করা হয়েছে। তবে এগুলোর ফি আগেই নির্ধারণ করা ছিল। রসিক মেয়র নগরীর উন্নয়নে সকলকে এক হয়ে সহযোগিতা করার আহ্বান জানান।