দি নিউজ ডেস্কঃ যোগীর রাজ্যে সিএএ বিরধীদের পাথরবাজি ফায়ারিংসহ মন্দির ভাঙচুরের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পরে। এক পর্যায়ে দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ শুরু হয় যার ফলে বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা।
নাগরিকতা সংশোধন আইনের (CAA) বিরুদ্ধে জারি ধরনা পরদর্শন আর জুলুসের সময় উত্তর প্রদেশের আলীগড়ের উপরকোট, বাবরি মণ্ডি, শাহজমাল আর চরখবালানে সিএএ বিরধীরা উপরকোট এলাকায় পাথরবাজি আর ফায়ারিং করে। প্রদর্শনকারীদের বিক্ষোভে অল্পের জন্য প্রাণে বাঁচেন উপরকোট কোতয়ালির ইনস্পেক্টর। এই ফায়ারিং এ এক ব্যাক্তি আহত হন, যাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ব্যাবহার করেন। বিকেল পর্যন্ত গোটা এলেকায় উত্তেজনার পারদ ছড়িয়ে পড়ে। আরেকদিকে গুজব রুখতে প্রশাসনের তরফ থেকে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা।