13yercelebration
ঢাকা

দাকোপে অভিজ্ঞ অপরাজিতাদের প্রশিক্ষণ 

Link Copied!

সুইজারল্যান্ড সরকারের সহায়তায় ও হেলভেটাস সুইস ইন্টারকো- অপারেশনের তত্ত্বাবধায়নে রূপান্তর কর্তৃক বাস্তবায়নাধীন অপরাজিতা প্রকল্পের আওত্তায় ৭  ডিসেম্বর ২০২৩ তারিখ সকাল ১০ টা ৩০ মিনিটে  দাকোপ উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে অভিজ্ঞ অপরাজিতাদের নেতৃত্ববিকাশ, নেটওয়ার্কিং ও এডভোকেসি বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে সহায়কের দায়িত্ব পালন করেন দাকোপ উপজেলা অপরাজিতা নেটওয়ার্কের অপরাজিতা ও প্রাক্তন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, এ্যাডভােকেট সুভদ্রা সরকার,মনীষা গাইন।
প্রধান অতিথী হিসাবে উপস্থিত থাকেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার সুরাইয়া সিদ্দীকা। প্রশিক্ষণে আরো উপস্থিত থাকেন উপজেলা অপরাজিতা নেটওয়ার্ক এর অপরাজিতা ও প্রাক্তন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জয়ন্তী রানী সরদার, লিপিকা রানী বৈরাগী, উপজেলা অপরাজিতা নেটওয়ার্কের সভাপতি বিথীকা রায়, অপরাজিতা মলিনা জোদ্দার, বিথীকা রায়, কনকলতা বিশ্বাস, রূপালী মির্জা, কনিকা গোলদার, লিপি মন্ডল।
http://www.anandalokfoundation.com/