জুনেল আহমদ আরিফঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতা মীর কাসেম আলীর ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দেশের সর্বোচ্চ আদালত মৃত্যুদন্ড বহাল রাখার প্রতিবাদে আজ(বুধবার) জামায়াত-শিবির দেশব্যাপী হরতালের ডাক দেয়।
এরই ধারাবাহিকতায় সিলেটে হরতাল চলছে। তবে আজ ভোর থেকে ঝুম বৃষ্টির কারণে জামায়াত-শিবিরেরর কোনো নেতাকর্মীকে পিকেটিং করতে দেখা যায়নি।
আজকের হরতালে দক্ষিণ সুরমা উপজেলার কোথাও কোনো ধরণের বিশৃঙ্খলার কোনো খবর পাওয়া যায়নি। তবে যান চলাচল অন্যদিনের তুলনায় কম ছিলো।দুপুর পর্যন্ত সিলেট কেন্দ্রীয় কদমতলি বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস-ট্রাক ছেড়ে যায় নি।
হরতালে উপজেলার বিশৃঙ্খলা সৃষ্টির সম্ভাবনাময় এলাকা যেমন হূমায়ুন রশীদ স্কয়ার, চন্ডিপুল পয়েন্ট, তেলীবাজার বাইপাস পয়েন্ট এলাকায় কোন রকম পিকেটিং এর খবর পাওয়া যায় নি।
বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা যায়, যান চলাচল তুলনামূলক কম থাকলেও জনজীবন অন্যান্য দিনের মতো প্রায় স্বাভাবিক ছিলো। এ ব্যাপারে দক্ষিন সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আতাউর রহমান বলেন, জানা মতো এখন পর্যন্ত কোন বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি।