× Banner
সর্বশেষ
গণভোটের লক্ষ্য রাষ্ট্রব্যবস্থা সংস্কার -অধ্যাপক আলী রীয়াজ জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে পরিবর্তন আনার সুযোগ পেয়েছি -তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গণভোটের পক্ষে সরকারের প্রচারণা নিয়ে প্রশ্ন তোলা ব্যক্তিরা ফ্যাসিবাদী পলাতক শক্তি -স্থানীয় সরকার উপদেষ্টা জবাবদিহিমূলক সরকার চাইলে ‘হ্যাঁ’ ভোট দিন -মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা দেশের সুষ্ঠু পুনর্গঠনে গণভোট অত্যন্ত জরুরি -শারমীন এস মুরশিদ ৩১ জানুয়ারির মধ্যে আগ্নেয়াস্ত্র জমা দেওয়ার নির্দেশ নিয়মিত ও স্বতঃস্ফূর্তভাবে ভূমি উন্নয়ন কর পরিশোধ করার আহ্বান ভূমি উপদেষ্টার জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবে -স্বরাষ্ট্র উপদেষ্টা এই নির্বাচন দেশের ভাগ্য নির্ধারণের নির্বাচন -প্রধান উপদেষ্টা ‘হ্যাঁ’র পক্ষে প্রচারণা চালানো সরকারি কর্মচারীদের নৈতিক দায়িত্বও বটে -আলী রীয়াজ

তোমাদের জন্য পাকিস্তান দিয়েছি এবার শান্তিতে বাঁচতে দাও, ওয়েইসিকে গিরিরাজ

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২০

অর্ক গাঙ্গুলী, ভারত প্রতিনিধিঃ তোমাদের জন্য পাকিস্তান দিয়ে দেওয়া হয়েছে, এবার আমাদের শান্তিতে বাঁচতে দাও বলে ওয়েইসিকে কটাক্ষ করলেন বিজেপির মন্ত্রী গিরিরাজ সিং।

দু’জনেই নিজেদের বিতর্কিত বয়ানের জন্য অধিকাংশ সময়ই শিরোনাম দখল করে রাখেন। ভিন্ন মেরুর দুই রাজনীতিবিদের মধ্যেই এবার টক্কর লেগেছে জোরে। সোমবার সংসদে বক্তব্য রাখার সময় ওয়েইসি বলেন তিনি জামিয়ার পড়ুয়াদের পাশে আছেন। তাঁর এই মন্তব্যকেই নিশানা করে বিজেপির চিরাচরিত পাক অস্ত্রে শান দিয়েছেন গিরিরাজ সিং। তিনি বলেন, ওয়েইসির মতো কট্টরপন্থীরা শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে দেশের বিরুদ্ধে বিষ মিশিয়ে দিচ্ছেন আর দেশদ্রোহী তৈরি করছেন। ওয়েইসিকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, তোমাদের জন্য পাকিস্তান বানিয়ে দেওয়া হয়েছে, এবার আমাদের শান্তিতে বাঁচতে দাও।

ওয়েইসির এই বক্তব্যের ভিডিয়ো টুইট করে বেগুসরাইয়ের বিজেপি সাংসদ লেখেন, ওয়েইসির মতো কট্টরপন্থীরাই জামিয়া মিলিয়া ও আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে দেশের বিরুদ্ধে বিষ মিশিয়ে দেশদ্রোহী সেনা তৈরি করছেন। ওয়েইসি এবং তার মতো সংবিধান বিরোধীদের যে ভাবেই হোক আটকাতে হবে। ভারতবংশীরা এখন জেগে উঠেছে। আমাদের চাপার চেষ্টা করো না, ভাঙার চেষ্টা করো না। তোমাদের জন্য পাকিস্তান তৈরি করা হয়েছে, আমাদের শান্তিতে বাঁচতে দাও।


এ ক্যটাগরির আরো খবর..