ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

তেঁতুলিয়ার শিশুস্বর্গের ঈদবস্ত্র বিতরণ

admin
July 4, 2016 11:53 pm
Link Copied!

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় তেঁতুলিয়ার স্বেচ্ছাসেবী সংগঠন শিশুস্বর্গ প্রতিবারের মত এবারও পাঁচ শতাধিক অসহায় গরীব
মেধাবী শিশুদের মাঝে নতুন জামা কাপড় বিতরণ করেছে। ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ। ঈদের আনন্দ সবার মাঝে ভাগা-ভাগী করে নিতে স্বেচ্ছাসেবী সংগঠন শিশুস্বর্গের এখুদ্র প্রয়াস।

৩জুলাই (রবিবার) সকাল সাড়ে দশ টায় তেঁতুলিয়া উপজেলা অডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টারে ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা অতিরিক্ত পুলিশ সুপার দীন মুহাম্মদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনমডেল থানার অফিসার ইনচার্জ সরেস চন্দ্র, অধ্যক্ষ ইমদাদুল হক, জেলা কৃষকলীগের সভাপতি তাজিরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইয়াছিন আলী মন্ডল, সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান (ডাবলু) ও শিশুস্বর্গের সদস্য নাহিদা আক্তার আকন্দ।
ইউ’পি চেয়ারম্যান কাজী আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিশুস্বর্গের প্রতিষ্ঠাতা কবীর আকন্দ।

উল্লেখ্য যে, তেঁতুলিয়া সদরের দর্জিপাড়া নামকস্থানে ২০১০ সালে স্বেচ্ছাসেবী সংগঠণ শিশুস্বর্গ প্রতিষ্ঠার পর থেকে কবীর আকন্দ প্রতিটি ঈদে অসহায় গরীব মেধাবী শিশুদের মাঝে নতুন জামা কাপড় বিতরণ করে আসছেন। এছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সহযোগিতায় সীমান্ত এলাকার গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তি, শীতবস্ত্র বিতরণ, ঈদে নতুন জামাকাপড় বিতরণসহ শিক্ষিত অর্ধশিক্ষিত যুব, কিশোরদের কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা করে আসছেন।

http://www.anandalokfoundation.com/