স্টাফ রিপোর্টারঃ তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিতব্য গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন এ্যান্ড ডেভেলপমেন্টের (জিএফএমডি) ৮ম সম্মেলনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুর্কীর একটি বিমানে মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে তুরস্কের উদ্দেশে রওনা দেন তিনি। ১৪-১৬ অক্টোবর অনুষ্ঠিতব্য ওই সম্মেলনে পৃথিবীর প্রায় সব দেশের মন্ত্রী ও অভিবাসী সংক্রান্ত সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তারা অংশ নেবেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর নেতৃত্বে এই সম্মেলনে বাংলাদেশের ১৬ সদস্যের প্রতিনিধি দল অংশ নিতে ইস্তাম্বুলের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব খন্দকার মো. ইফতেখার হায়দার, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব শহীদুল হক, বিএমইটি’র মহাপরিচালক বেগম শামসছুন নাহার, মন্ত্রণালয়ের যুগ্মসচিব (কল্যাণ ও মিশন) মোহাম্মদ আজহারুল হক ও মন্ত্রীর একান্ত সচিব মোহসিন চৌধুরীসহ প্রবাসী ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তুরষ্ক দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকতারা মন্ত্রীর সফর সঙ্গী হিসেবে রয়েছেন। আগামী ১৮ অক্টোবর প্রবাসী কল্যাণমন্ত্রীর নেতৃত্বাধীন এই প্রতিনিধি দলের ঢাকায় ফিরে আসার কথা রয়েছে। আগামী জিএফএমডি’র ৯ম সম্মেলন ২০১৬ সালে ঢাকায় অনুষ্ঠিত হবে। বাংলাদেশ এ সম্মেলনের চেয়ারের দায়িত্ব পালন করবে।