13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

তিস্তা ব্যারাজের নির্বাহী প্রকৌশলীসহ বরখাস্ত ৪

admin
October 8, 2015 9:38 pm
Link Copied!

বিশেষ প্রতিনিধিঃ পানি উন্নয়ন বোর্ডের আওতায় দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প উত্তর জনপদের তিস্তা ব্যারাজের ডালিয়া ডিভিশনের পওর বিভাগের নির্বাহী প্রকৌশলীসহ চারজনকে অনিয়ম ও দুর্নীতির কারণে চাকরি থেকে সাময়িক বরাখাস্ত করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ইসমাইল হোসেনের স্বাক্ষরিত এক আদেশে তাদের বরখাস্ত করা হয়।

বরখাস্ত চারজন হলেন— পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, একই বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী ফজলুল হক, সহকারী প্রকৌশলী রবিউল ইসলাম ও শাখা কর্মকর্তা তোবারক আলী। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন রংপুর পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী আতিকুর রহমান। জানা গেছে, গত অর্থবছরে তিস্তা ব্যারাজের আরএসকিউ ও ইমার্জেন্সি ওয়ার্কের প্রায় ১৬ কোটি টাকার কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়। যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।

সংবাদ প্রকাশের পর পানি উন্নয়ন বোর্ডের ঢাকা প্রধান কার্যালয়ের একটি উচ্চ পর্যায়ের তদন্ত টিম এলাকা পরিদর্শন করেন। তদন্ত টিম পরিদর্শনে ঘটনার সত্যতা পায়। বিশেষ করে তিস্তা ব্যারাজের ভাটি এলাকা ডাউয়াবাড়ী এলাকার ডানতীর বাঁধ সংস্কার ও ভাঙন রোধে ৪৫ সেন্টিমিটার মাপের সিসি ব্লক নির্মাণ বা স্থাপন না করে সেখানে ৩৫ সেন্টিমিটার মাপের সিসি ব্লক ব্যবহার করে ব্যাপক অনিয়মের মাধ্যমে কোটি টাকা আত্মসাত করা হয়। এসব কাজ তদারকির প্রধান কর্মকর্তা ছিলেন তিস্তা ব্যারাজ ডালিয়া ডিভিশনের পওর বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী ফজলুল হক। তার উপস্থিতিতেই এই কাজে ব্যাপক অনিয়ম করা হয়।

সার্বিক ওই কাজ দেখাশোনার দায়িত্বে ছিলেন নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, সহকারী প্রকৌশলী রবিউল ইসলাম ও শাখা কর্মকর্তা তোবারক আলী। ওই ঘটনায় জড়িত থাকায় তদন্ত টিমের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ওই চারজনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

http://www.anandalokfoundation.com/