শিপন রহমান, টোকিও, জাপান থেকেঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জাপান শাখা এখন তিন ভাগে বিভক্ত। বিএনপি’র ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান জাপানে পৃথক পৃথক ভাবে ৩টি জায়গায় অনুষ্ঠিত হয়েছে। বিএনপি’র স্থায়ী কমিটির অন্যতম সদস্য, নজরুল ইসলাম খাঁন, গত ৩১ শে আগষ্ট থেকে আন্তর্জাতিক শ্রম বিষয়ক একটি সেমিনারের কারণে জাপানে অবস্থান করলেও আমন্ত্রণ পাওয়ার পরও কোন অনুষ্ঠানে তিনি যোগ দেননি, যেহেতু প্রায় ৩ বছর আগে অনুমোদিত কমিটির এ মূহুর্তে কোন বৈধতা নেই।
প্রায় ৩ বছর আগে নূর আলী ও মীর রেজাউল করীম রেজার নেতৃত্বে জাপান বিএনপি শাখা অনুমোদিত হয়। কার্যক্রমহীন, অথর্ব ও অযোগ্য নেতৃত্ব হিসাবে এই কমিটি জাপান ও বাংলাদেশে বিএনপি’র কেন্দ্রীয় নেতৃত্বের কাছে চিহ্নিত হয়। সকল কার্যক্রম ও স্থগিত হয়ে পড়ে। অনুমোদিত জাপান বিএনপি শাখা মূলতঃ মুন্সীগঞ্জের বিক্রমপুর অঞ্চলের একটি কমিটিতে পরিণত হয়েছে। অনুমোদিত কমিটির সভাপতি নূর আলী কমিটি অনুমোদনের পর দীর্ঘ ৩ বৎসর ৪ মাস ঢাকায় অবস্থান করছেন। সাধারণ সম্পাদক রেজাউল করীম রেজা গুটি কয়েক বিক্রমপুর অঞ্চলের নেতা-কর্মী নিয়ে তার পদ ধরে রাখার চেষ্টা করছেন। যদিও তিনি বিগত ১৪ বছর যাবৎ এ পদে আছেন। ৩ বছর আগে অনুমোদিত কমিটির প্রায় সকল পদধারী ব্যক্তি বিক্রমপুরের। সভাপতি নূর আলী, সাধারণ সম্পাদক রেজা, সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম রণী, প্রচার সম্পাদক দেলোয়ার, সহ সকল নেতৃত্বই বিক্রমপুরবাসী। বিএনপি জাপান শাখা মূলতঃ এখন বিক্রমপুর সমিতি মাত্র।
গত ৬ই এপ্রিল ২০১৬ তে জাপান বিএনপি শাখার এক সহ-সভাপতি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে তাঁর গুলশান কার্যালয়ে দেখা করেন। স্বয়ং চেয়ারপার্সন এই কমিটির কার্যক্রম সম্পর্কে ক্ষোভ প্রকাশ করে বলেন, জাপান বিএনপি শাখার কার্যক্রম বিতর্কিত এবং সাধারণ সম্পাদকের কার্যকলাপ প্রশ্নবিদ্ধ।সেই সহ-সভাপতি জানিয়েছেন, ম্যাডাম আমাকে পরিস্কার ভাবে বলেছেন, সাংগঠনিক রীতি-নীতি অনুসরণ করে জাপান বিএনপি লন্ডনে সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের তত্ত্বাবধানে পূণর্গঠন করা হবে। আপনারা লন্ডনে যোগাযোগ রাখবেন।সেই সহ-সভাপতি আরো জানান, বর্তমানে নূর আলী, রেজা আবারো পদ লাভের বিভিন্ন অপচেষ্টা চালাচ্ছে, তয়-তদবির করছে।
বিগত ১লা সেপ্টেম্বর বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাপানে বিএনপি’র ৩টি গ্রুপের অনুষ্ঠান হয়। জাপান বিএনপি শাখার সভাপতি – সাধারণ সম্পাদক নূর আলী -রেজার নেতৃত্বে ১৫/২০ জনকে নিয়ে “হীগা সুজুজুতে” প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে। সাগর সিকদারের নেতৃত্বে হাজী রুম্মান, শিবলু, শাহীন সহ আর একটি গ্রুপ “একাবেনাতে” প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে।
বিএনপি জাপান শাখা সমন্বয়ক গ্রুপে সক্রিয়ভাবে কাজ করছেন খোরশেদ আলম মাইকেল, মনি এমদাদ, মোবারক হোসেন, দেলোয়ার হোসেন ডিউ, ফজলে মোহাম্মদ মুক্তা, ইলিয়াস মুন্সী, আবদুস সাত্তার। জাপানে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকীর মূল অনুষ্ঠান এই গ্রুপের পক্ষ থেকে “ইকেবুকোরো একো প্লাজাতে”পালিত হয়। এখানে প্রায় জাপানের সকল এলাকা থেকে দুই শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
সমন্বয়ক গ্রুপের এক নেতা বলেন, জাপান শাখা বিএনপি’র সম্মেলন ও কাউন্সিলের উদ্দেশ্যে আমরা জাপান বিএনপি শাখা সমন্বয়ক গ্রুপ নামে কাজ শুরু করেছি, কারণ দল হবে সার্বজনীন। কোন অঞ্চল ভিত্তিক নয়। বিএনপিকে বিক্রমপুর সমিতি হিসাবে দেখতে চাই না। তবে সকলকে নিয়েই কাজ করতে চাই। বাংলাদেশের সকল জেলার জাপান প্রবাসীরা আগামীতে যেন জাপান শাখা বিএনপি’র মূল কমিটিতে অন্তর্ভূক্ত হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে পারে, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে পারে, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে পারে এ লক্ষ্যেই আমরা কাজ করতে চাই।