খান নাজমুল হুসাইন, তালা প্রতিনিধিঃ তালার ঐতিহ্যবাহী গণসাংস্কৃতিক কেন্দ্রের নিজ হলরুমে ৩দিন ব্যাপী নাট্য প্রশিক্ষন পরিচালনা করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সুমন্ত।
নাট্য প্রশিক্ষন শেষে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণসাংস্কৃতিক কেন্দ্রের প্রতিষ্ঠা সাধারণ সম্পাদক অধ্যক্ষ এনামুল ইসলাম, সহ-সধারণ সম্পাদক অধ্যাপক অচিন্ত্য সাহা। নাট্য কর্মশালায় অংশগ্রহণ করেন, কাজী হীরক, তেজেন্দ্র বাছাড়, মাছুদুল হক, আনন্দ, মনোজিৎ, সাজু সরদার, বিশ্বজিৎ, খান নাজমুল হুসাইন, দেবশ্রী আরও অনেকে।