মেহের আমজাদ,মেহেরপুর ঃ মেহেরপুরে তিন দিন ব্যাপি ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
রোববার দুপুর সাড়ে বারোটার দিকে সদর উপজেলা পরিষদ চত্বরে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মঈনুল হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার চেয়ারম্যান অ্যাডভোকেট মারুফ আহম্মদ বিজন। পরে প্রধান অতিথি ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন। এসময় প্রধান অতিথি সহ সকলে মেলার স্টোল পরির্দশন করেন। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান ও ইউনিয়ন তথ্য কেন্দ্র ৩০টি স্টল স্থান পেয়েছে।