ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ডাকাত গ্রেফতার

admin
November 15, 2015 8:48 pm
Link Copied!

মধুখালীর প্রতিনিধিঃ রবিবার (১৫-১১-২০১৫ইং) দুপুরে মধুখালী থানার পুলিশ ফোর্সদয় বিশ্বস্থ সূত্রে খবর পেয়ে মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নে  গন্ধখালী গ্রামের দুধূর্ষ ডাকাত মোঃ ইউসুফ মোল্যা কে গ্রেফতার করেছে।

শুনা যাচ্ছে তার নামে হত্যা, নারী ধর্ষনের চেষ্টা ও অস্ত্রের মামলা আছে। তার গ্রেফতারে কথা নিশ্চিত হয়ে গন্ধখালী গ্রাম বাশি শস্তি  পেয়েছেন এবং ভবিষ্যৎতে শান্তিতে বসবাস করবেন বলে আশা রাখেন।

http://www.anandalokfoundation.com/