ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও দলিত ইস্যুতে মতবিনিময় সভা

admin
December 29, 2016 3:15 pm
Link Copied!

ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁও স্থানীয় পর্যায়ের মানবাধিকার সংগঠনককে নিয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও দলিত ইস্যুতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বেসরকারী সংস্থা ইএসডিও’র প্রেমদীপ প্রকল্পের আয়োজনে জেলা প্রশাসন কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা প্রশাসক আব্দুল আওয়াল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জহুরুল ইসলাম, ইএসডিও’র এপিসি শামীম হোসেন, প্রেমদীপ প্রকল্পের সমন্বয়কারী কাজী সেরাজুম সালেকিন, মানবাধিকার কমিশনের জাহিদ ইকবাল, সৈয়দ আলী, আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি বিশুরাম মুরমু প্রমুখ।

অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও দলিত সম্প্রদায়ের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হয়। সেই সাথে দ্রুত সেসব সমস্যা সমাধানের দাবী জানানো হয়।

http://www.anandalokfoundation.com/