বিশেষ প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবা ও গাঁজাসহ আটক করেছে যৌথ বাহিনী।এসময় তাদের কাছে মাদক দ্রব্য ছাড়াও মাদক ব্যবহারকৃত সরঞ্জামও উদ্ধার করা হয়।আটক দুই মাদক ব্যবসায়ী হল হারুন (৩৬)ও নাহিদ হাসান সবুজ(২৭)।হারুন ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর বাঙ্গালীপাড়া গ্রামের মৃত মন্টু মোহাম্মদে পুত্র এবং নাহিদ হাসান সবুজ সালান্দর মোল্লাপাড়া গ্রামের মৃত আক্তার হোসেনের পুত্র।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শনিবার(১৫আগস্ট) ভোরে পুলিশ-বিজিবি-আনসার সমন্বিত যৌথবাহিনী অভিযান চালিয়ে তাদের নিজ বাড়ি থেকে আটক করে।এসময় তাদের কাছে থাকা ১৩৪পিস ইয়াবা,২২টি নেশাজাতীয় ইনজেকশন,১০গ্রাম গাঁজা ও মাদক ব্যবাহারকৃত ৩টি মোবাইল ফোন সেট এবং মাদক সেবনের সরঞ্জামসহ প্রায় ৫০হাজার টাকার মালামাল উদ্ধার করে।
শনিবার বিকেলে ঠাকুরগাঁও-৩০বিজিবির ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে ঐ দুই মাদক ব্যবসায়ীকে হাজির করা হয় এবং এর বিস্তারিত তথ্য তুলে ধরেন প্রশাসনের কর্মকর্তাগণ।সংবাদ সম্মেলনে ঠাকুরগাঁওÑ৩০বিজিবির পরিচালক লে.কর্নেল তুষার বিন ইউনুস,নিবার্হী ম্যাজিষ্ট্রেট মাহাবুব হোসেন ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)একেএম মেহেদী হাসান সংবাদ কর্মীদের সহযোগিতার পাশাপাশি এলাকার মানুষদের এগিয়ে আসার আহবান জানান।