এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে ট্রাক চাপায় ভবেশ চন্দ্র রায় (৬০) নামে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল রাতে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের প্রধানপাড়ায় এই ঘটনা ঘটে। নিহত ভবেশ চন্দ্র রায় টুনিরহাট ইউনিয়নের তহশিলদারপাড়া গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে টুনিরহাট বাজার থেকে বাই সাইকেলে বাড়ি ফিরছিলেন ভবেশ চন্দ্র রায়। পঞ্চগড়-চাকলা সড়কের প্রধানপাড়া এলাকায় পৌছলে পঞ্চগড়গামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।