13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলে পুলিশের গুলিতে নিহতের ঘটনায় অভিযুক্তদের প্রত্যাহার

admin
September 19, 2015 9:37 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ জেলার কালিহাতীতে পুলিশের গুলিতে তিনজন নিহত হওয়ার ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যদের প্রত্যাহার করে টাঙ্গাইল পুলিশ লাইনে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাকা রেঞ্জের ডিআইজি মাহমুদুল হক নুরুজ্জামান শনিবার বিকেল সোয়া ৪টায় কালিহাতী থানায় সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, সুষ্ঠু তদন্তের স্বার্থে ঘটনাস্থলে উপস্থিত সব পুলিশ সদস্যকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কালিহাতীতে মা ও ছেলেকে বিবস্ত্র করে নির্যাতনের বিচার দাবিতে এলাকাবাসীর বিক্ষোভে শুক্রবার বিকেলে পুলিশ গুলি চালালে তিনজন নিহত হন। গুলিবিদ্ধ হন আরও সাতজন। এদিকে, শুক্রবারের ওই ঘটনার পর শনিবার এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। উপজেলা সদর দিয়ে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল করলেও শহরের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শহরে লোকজনের উপস্থিতি কম। তবে পুলিশ ও বিজিবি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোতায়েন রয়েছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শনিবার দুপুরে জানান, ময়নাতদন্ত শেষে নিহত তিনজনের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নিহতদের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা হয়নি। তবে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিষয়ে এলাকাবাসীর বিরুদ্ধে পুলিশের মামলার প্রস্তুতি চলছে। এর আগে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠিত হওয়ার কথা বলেছে জেলা প্রশাসক। এ ব্যাপারে ঘাটাইল ও কালিহাতী উপজেলার নির্বাহী কর্মকর্তাদের তথ্য-উপাত্ত সংগ্রহ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

http://www.anandalokfoundation.com/