14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে পৌর কর্মকর্তা-কর্মচারীদের খুলনা বিভাগীয় সমাবেশ

admin
July 8, 2017 10:52 pm
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ৮ জুলাই’২০১৭:  সরকারী কোষাগার থেকে বেতন-ভাতার দাবীতে ঝিনাইদহে পৌর কর্মকর্তা-কর্মচারীদের খুলনা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে ঝিনাইদহ ডা: কে আহম্মদ পৌর কমিউনিটি সেন্টারে এ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন।

বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল আলিম মোল¬ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর সভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, বাংলাদেশ কাউন্সিলর এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির মহা-সচিব সাইদুল ইসলাম মধু, বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা শামছুল আলম, সহ-সভাপতি রঞ্জন কান্তি গুহ, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম।

সমাবেশে বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, খুলনা বিভাগসহ বাংলাদেশের অনেক পৌরসভায় মাসের পর মাস বেতন-ভাতা পাচ্ছেন না কর্মচারী-কর্মকর্তারা। দ্রুত বকেয়া বেতন পরিশোধ ও সরকারী কোষাগার থেকে বেতন-ভাতা দেওয়ার দাবী জানান তারা।

http://www.anandalokfoundation.com/