ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে গোসাঁই হত্যার ঘটনায় মামলা

admin
July 2, 2016 4:10 pm
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ সদর উপজেলার উত্তর কাষ্টসাগরা গ্রামের শ্রী শ্রী রাধা মদন মন্দীরের গোসাই শ্যামানন্দ দাসকে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে।
শনিবার ভোররাতে ওই মঠের সভাপতি সুবল চন্দ্র দাস বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় মামলাটি দায়ের করে।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমান জানান,  গোসাঁই (সেবায়েত) শ্যামানন্দ দাস হত্যা কান্ডের ঘটনায় একজন বাদী হয়ে অজ্ঞাতদের আসামী করে মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, শুক্রবার সকাল সাড়ে ৫ টার দিকে সদর উপজেলার কাষ্টসাগড়া গ্রামের শ্রী শ্রী রাধা মদন মন্দীরের গোসাঁই শ্যামানন্দ দাসকে কুপিয়ে হত্যা করে দুবৃর্ত্তরা।

http://www.anandalokfoundation.com/