ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে ইস্কন মন্দিরে জগন্নাথদেবের হোম কৃষ্ণযজ্ঞ অনুষ্ঠিত

Rai Kishori
June 23, 2020 9:11 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥  আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) মন্দিরে জগন্নাথদেব এর হোমকৃষ্ণ যজ্ঞ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ শহরের চাকলাপাড়ার বুলুমিয়া সড়কের ইস্কন মন্দিরের জেলা শাখায় এ যজ্ঞ অনুষ্ঠিত হয়। সারা বিশ্বের মানুষের করোনা থেকে মুক্তি পেতে দেশ ও জাতীর মঙ্গল কামনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ ত্রিভঙ্গ মুকুন্দ দাস ব্রক্ষচারী জানান, ইস্কন সারা বিশ্বের ভগবান শ্রীকৃষ্ণের বানী প্রচার এবং সামাজিক ও ধর্মীয় আন্তর্জাতিক প্রতিষ্ঠান হিসেবে মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকের এই অনুষ্ঠান।

এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহ-সভাপতি আশুতোষ মজুমদার, সদস্য দূর্লভ বলরাম দাস ব্রক্ষচারী, গোপাল দাস, তরুণ মুন্সিসহ ভক্তবৃন্দ।

http://www.anandalokfoundation.com/