14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহের মহেশপুর জামায়াতের সেক্রেটারীসহ ২ জন গ্রেফতার

admin
August 13, 2016 7:32 pm
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি: নাশকতার মামলায় ঝিনাইদহের মহেশপুর উপজেলা জামায়াতের সেক্রেটারী ফারুক আহম্মেদ (৪৫) ও পৌর জামায়াতের কর্মপরিষদ সদস্য বাবুল আক্তার (৩০)কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার  সন্ধ্যা ৬ টার দিকে তাকে মহেশপুর বাজার থেকে গ্রেফতার করা হয়।

ফারুক আহম্মেদ মহেশপুর উপজেলার পাতিবিলা গ্রামের সুলতান আহম্মেদ ও বাবুল পৌর এলাকার মোশরারফ হোসেনের ছেলে।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব বিষয়টি নিশ্চিত করে জানান, একাধিক নাশকতা মামলার আসামী উপজেলা জামায়াতের সেক্রেটারী ফারুক আহম্মেদ ও বাবুল আক্তার মহেশপুর বাজারে অবস্থান করছে এমন গোপন সংবাদ পায় তারা। এ সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

http://www.anandalokfoundation.com/