স্টাফ রিপোর্টারঃ জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ দলের সংসদ সদস্য (এমপি) যারা তাদের বক্তব্যে ‘জয় বাংলা’ স্লোগান দেন তাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘জয় বাংলা আওয়ামী লীগের, জাতীয় পার্টির স্লোগান বাংলাদেশ জিন্দাবাদ। মনে রাখবেন, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান থাকবে। তিনি দলের এমপিদের উদ্দেশ্যে আরও বলেন, ‘যেখানে খুশি তারা চলে যেতে পারেন। আগামী নির্বাচনে তারা না থাকলেও আমরা জিতব।
জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর রাজনৈতিক কার্যালয় রজনীগন্ধাতে মঙ্গলবার দুপুরে দলের সিলেট জেলার নেতাদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন। এর আগে বক্তব্যে সিলেট জেলা জাপার সমন্বয়কারী ও প্রেসিডিয়াম সদস্য তাজ রহমান অভিযোগ করেন, ‘সিলেটের এমপি বাবু, এহিয়া ও সেলিম উদ্দিন বাংলাদেশ জিন্দাবাদ না বলে জয় বাংলা স্লোগান দেন। দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‘এমন অবস্থা দেশে কখনও ছিল না। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ সবকিছুই সরকারের নিয়ন্ত্রণে। ভয়ে কেউ কথা বলতে পারে না। সুষ্ঠু নির্বাচন হলে বোঝা যাবে আওয়ামী লীগ কয়টা আসন পায়। আর সেটা আপনারাই ভাল জানেন, আমি বলতে চাই না। এরশাদ বলেন, ‘এখন কথা বলা যায় না, টকশোতে মানুষ মনের কথা বলবে, তাও বন্ধ। সবকিছুই সেন্সর হচ্ছে। মুখ বন্ধ, কলম বন্ধ। আমাদের নিঃশ্বাসও বন্ধ। এটা কি গণতন্ত্র? তিনি বলেন, ‘গণতন্ত্র ফেরাতে হলে আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে ক্ষমতায় আনতে হবে। সেই নির্বাচনে জয়ী হতে পাবে। নির্বাচন ছাড়া ক্ষমতায় যাওয়া যায় না। বিএনপি নির্বাচনে না গিয়ে ধ্বংস হয়ে গেছে। দেশে গণতন্ত্র নেই’— এমন বক্তব্যের পরই এরশাদ আবার বলেন, ‘সংসদীয় গণতন্ত্র আগে ব্যর্থ ছিল। ৫ জানুয়ারির নির্বাচনে অংশ নিয়ে আমরা গণতন্ত্র রক্ষা করেছি। গণতন্ত্র পুনরুদ্ধার করেছি। ৫ জানুয়ারিতে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। জাতীয় পার্টিই নির্বাচনে অংশ নিয়ে সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। প্রধানমন্ত্রীর এই বিশেষ দূত বিএনপির সমালোচনা করে বলেন, ‘এই দেশের সবচেয়ে বেশি ক্ষতি করেছে বিএনপি। উপজেলা বন্ধ করেছে। গরীব মানুষের হাজার হাজার ট্রাস্ট বন্ধ করেছে। এ জন্য তারা এখন ধ্বংসের মুখে। আর এখন বাধ্য হয়ে আমার বক্তব্য সমর্থন করা শুরু করেছে। এরশাদ বলেন, ‘যে যত কথাই বলুক আগামী নির্বাচনে আমাদের ছাড়া কেউ ক্ষমতায় যেতে পারবে না। আগামী নির্বাচন আমরা এককভাবেই করব। আমাদের কারও সাহায্য বা সহযোগিতার দরকার নেই। বিএনপি এখন বাধ্য হয়েই আমাদের সমর্থন করা শুরু করেছে। দেশে মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা আছে কি না জানতে চাইলে এরশাদ বলেন, এটা সরকার জানে। তবে ডিসেম্বরের মধ্যে সকল জেলার কাউন্সিল শেষ করে আমরা জাতীয় কাউন্সিল করব। এরপর নির্বাচনী প্রচারণায় নামব। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য ও সিলেট জেলার সমন্বয়কারী এ টি ইউ তাজ রহমান, যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া, নুরুল ইসলাম নুরু, সিলেট জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আব্দুল্লাহ সিদ্দিকী, যুগ্ম আহ্বায়ক ওসমান প্রমুখ।