স্টাফ রিপোর্টারঃ ঘোষিত বেতন কাঠামো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে দেওয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘‘আমি যেভাবে বক্তব্যটি দিয়েছি, তাতে তাদের অবশ্যই মানহানি হয়েছে। কারণ, ‘জ্ঞানের অভাবে’ বলা আর ‘যথাযথ তথ্য সম্বন্ধে অনবহিত’ বলার মধ্যে অনেক তফাৎ রয়েছে।
অর্থমন্ত্রী বলেন, ‘আমি আমার এ বক্তব্য সম্বন্ধে খুবই দুঃখিত। তবে বিস্মিত যে, তারা সরকারি সিদ্ধান্ত ছাড়াই আন্দোলনে নেমে যান। আমার এই বক্তব্য যেভাবে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে তা অনভিপ্রেত ছিল না। এবং আমি তা প্রত্যাহার করছি’, যোগ করেন তিনি। তিনি বলেন, ‘এ জন্য যারা ক্ষুব্ধ হয়েছেন বা দুঃখ পেয়েছেন তাদের কাছে বিনীত অনুরোধ যে, ভুল বোঝাবুঝি এখানেই সমাপ্তি হোক। সিলেট সার্কিট হাউসে বৃহস্পতিবার বিকেল ৪টায় সংবাদ সম্মেলন করে লিথিক বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ সব কথা বলেন।