13yercelebration
ঢাকা

জোট নেতাদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক

admin
November 16, 2017 7:23 am
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠক শেষ হয়েছে।

বুধবার রাত পৌনে ৯টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে শুরু হওয়া এই বৈঠক চলে রাত প্রায় সোয়া ১১টা পর্যন্ত।

চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবীর জানান, জামায়াতে ইসলামীসহ মোট ১৭টি দলের নেতারা আজকের বৈঠকে অংশ নেন। অভ্যন্তরীণ কোন্দলে বিভক্তির কারণে জোটের অন্যতম শরিক লেবার পার্টির কোনো অংশকেই আমন্ত্রণ জানাননি জোট প্রধান। এ ছাড়া কল্যাণ পার্টি ও পিপলস লীগের নেতারাও বৈঠকে অনুপস্থিত ছিলেন।

জোটের সার্বিক পরিস্থিতি, লেবার পার্টির কোন্দল, সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, একাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ সার্বিক পরিস্থিতির পর্যালোচনাসহ বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

বৈঠকে ২০ দলীয় জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামী, খেলাফত মজলিশ, ন্যাপ, মুসলিম লীগ, বিজেপি, ইসলামী ঐক্যজোট, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), এনডিপি, ইসলামী পার্টি, সাম্যবাদী দল (একাংশ), জমিয়তে উলামায়ে ইসলাম, ডেমোক্রেটিক লীগ, ন্যাপ-ভাসানী, বাংলাদেশ ন্যাপ, জাতীয় পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে সর্বশেষ গত জুলাই মাসে জোট নেতাদের সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া।

তিন মাসের বেশি সময় পর গত ১৮ অক্টোবর দেশে ফেরেন বিএনপির চেয়ারপার্সন। এরপর ২৩ অক্টোবর দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপি আয়োজিত সমাবেশে গত রোববার ভাষণ দেন খালেদা জিয়া।

http://www.anandalokfoundation.com/