হাফিজুল ইসলাম, জুড়ী প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা পূর্বজুড়ী ইউনিয়নের বড়ধামাই যুব সমাজ ও বড়ধামাই জামে মসজিদের আয়োজনে পুরো মাসব্যাপী ইফতার মাহফিল চলছে।
এছাড়া প্রতি শুত্রবারে তাফসিরুল কোরআন মাহফিল সহ বিভিন্ন ধর্মীয় কার্যত্রমের মাধ্যমে বড়ধামাই গ্রামের ষোল পঞ্চায়েতের সবচেয়ে বড় এ পঞ্চায়েতের মুসল্লিদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ এলাকার মধ্যে রমজানের এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি করেছে। এছাড়া প্রতিদিন শতাধিক মানুষ ইফতার করতে আসেন।
স্থানীয় শুত্রে জানা গেছে, যুবসমাজের এ কার্যক্রমকে আর্থিকসহ সার্বিক সহায়তা করছেন প্রভাবশালী মুরব্বিয়ানগন তার মধ্যে উল্লেখযোগ্য আমেরিকা প্রবাসী সালেহ আহমদ এবারের মাসব্যাপী ইফতারি কার্যত্রম ও যাবতীয় ব্যায়ভার উনার অর্থায়নেই হচ্ছে।
মসজিদের প্রবীণ মুরব্বী হাজী আপ্তাব খাঁন বলেন, এলাকার যুবকদের উদ্দোগ্যে আয়োজিত ইফতার মাহফিলে প্রতিদিন আসছি ইফতারের আগে একসাথে দোয়া করছি মনে অনেক শাস্তি পাওয়া যায় যা বাড়িতে বসে পাওয়া যায় না।
মসজিদ কমিটির সদস্য মানিকুর রহমান বলেন, আমরা ছোট বড় সকলে মিলে একসাথে ইফতার করি, ধনী গরীব ব্যবধান থাকে না, পরষ্পরের ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়।যুব সমাজের সদ্যস আরাফাত জামান, আজাদ হোসেন, বাবুল আহমদ, সালমান খাঁন, সুলতান খাঁন জানান, ধর্মীয় এসব কর্মকান্ডে আমরা সকলে দলমত নির্বিশেষে নিঃস্বার্থ ভাবে অংশগ্রহণ করি।এর মাধ্যমে আমাদের পারষ্পরিক সম্পক সৃষ্টি হয় আমরা এলাকার প্রায় ৫০/৬০ জন যুবক এককভাবে কাজ করে আসছি দীর্ঘ কয়েক বছর থেকে।
এছাড়া মসজিদের ইমাম মাও: নিমার খাঁন এবং মাও: আব্দুল মুকিত উভয়েই তাদের এসব কাজের প্রশংসা করেন। প্রতিবছর ইফতার মাহফিল তাফসিরুল কোরআন মাহফিলসহ অন্যান্য কার্যক্রমেরর সুবাধে মসজিদ ও যুব সমাজের মধ্যে অন্যতম স্থান জুড়ে রয়েছে।