13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

জিয়ার কবরে বিএনপির শ্রদ্ধা নিবেদন

admin
September 26, 2015 12:21 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ প্রতিবছর ঈদের দিন খালেদা জিয়ার  নেতৃত্বে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হলেও এবার তার অনুপস্থিতিতেই এ পর্ব  সেরেছেন দলের জ্যেষ্ঠ নেতারা।

শুক্রবার বিকাল ৪টায় দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও নজরুল ইসলাম খানের  নেতৃত্বে  নেতা-কর্মীরা  শেরে বাংলা নগরে জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।পরে দাঁড়িয়ে ফাতেহা পাঠ ও  মোনাজাতে অংশ  নেন নেতা-কর্মীরা। শ্রদ্ধা নিবেদন পর্ব  শেষে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, প্রতি ঈদে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করে থাকি। আমাদের নেত্রী এবার  দেশে  নেই, তিনি থাকলে তার সঙ্গেই আসতাম। আমরা দলের  চেয়ারপারসনের পক্ষ  থেকে  নেতার কবরে পুষ্পস্তবক অর্পণ করলাম।

জ্যেষ্ঠ  নেতাদের মধ্যে ভাইস  চেয়ারম্যান  চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আবদুল্লাহ আল  নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা আহমেদ আজম খান, কেন্দ্রীয় নেতা আসাদুজ্জামান রিপন, মাসুদ আহমেদ তালুকদার, হাবিবুর রহমান হাবিব, আবদুস সালাম আজাদ, নুরী আরা সাফা, আসাদুল করীম শাহিন, রফিক শিকদার, মুনির হোসেন, মনির খান প্রমুখ  নেতা এ সময় উপস্থিত ছিলেন।

গত ১৬  সেপ্টেম্বর  চোখের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডন যান বিএনপি  চেয়ারপারসন খালেদা জিয়া। বড় ছেলে তারেক রহমানসহ পরিবারের সদস্যদের সঙ্গে তিনি ঈদ উদযাপন করেছেন।

http://www.anandalokfoundation.com/